র ং বে র ং
ব্যাপারটা প্রায় হারিয়ে যেতে বসেছিল। অনেক দিন ধরেই ইউরো চ্যাম্পিয়নশিপজয়ী দলের কেউ হতে পারছিলেন না টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। গত আসরেই সেটিকে আবার ফিরিয়ে এনেছেন ডেভিড ভিয়া। স্প্যানিশ এই স্ট্রাইকারের সৌজন্যে দীর্ঘ ১৬ বছর তিন মাস পর ইউরোয় চ্যাম্পিয়ন দলের স্ট্রাইকারকে টুর্নামেন্টের সর্বোচ্চ
গোলদাতা হতে দেখেছে ফুটবলবিশ্ব। ভিয়ার আগে এমন কীর্তি ছিল ডেনিশ স্ট্রাইকার হেনরিক লারসেনের, ১৯৯২ ইউরোয়।ইউরো চ্যাম্পিয়নশিপে আরও একটা দিক লক্ষণীয়। যে আসরে যে দলের গোল সবচেয়ে বেশি, হয় তারা চ্যাম্পিয়ন হয়েছে, না হয় ফাইনাল খেলেছে। কেবল একবারই ঘটেছে ব্যতিক্রম। ২০০৪ ইউরোয় মাত্র ৭ গোল নিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল গ্রিস। সে আসরে সর্বোচ্চ ১০ গোল করা দুই দল ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের দৌড় থেমেছিল ফাইনালের আগেই।
No comments