অসময়ের আনারস by নীরব চৌধুরী
এখন আনারসের মৌসুম নয়। তবে পার্বত্য এলাকায় এবার আগাম জাতের আনারসের চাষ করেছিলেন চাষিরা। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও হয়েছে পর্যাপ্ত। অসময়ের ফল, তাই বাজারে বিকোচ্ছেও ভালো। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আনারসের পসরা সাজিয়ে বসেছেন রতন কুমার চাকমা। রাঙামাটির নানিয়ারচরে তাঁর আনারসের বাগান।
তিনি জানান, পরীক্ষামূলকভাবে এ বছর পার্বত্য এলাকায় আগাম জাতের আনারস চাষ করা হয়েছিল। খুবই ভালো ফলন হয়েছে। দামও পাচ্ছেন ভালো। প্রতি জোড়া বিক্রি হচ্ছে ন্যূনতম ৩০ টাকায়। মৌসুমে আনারসের দাম কমে যায়, তখন বিক্রি হয় ৮-১০ টাকা জোড়া। পার্বত্য এলাকার চাষিরা এখন ব্যস্ত আনারস তোলা ও বাজারজাত করার কাজে।
No comments