হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, একে-৪৭ রাইফেল উদ্ধার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের পার্শ্ববর্তী কনস্টিটিউশন এভিনিউয়ের কাছে গত শুক্রবার রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দ্য নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
মার্কিন গোয়েন্দারা প্রাথমিকভাবে জানান, স্থানীয় সময় রাত নয়টার দিকে একটি গাড়ির ভেতর থেকে গুলি করা হয়। ঘটনার পরপরই ওই এলাকা থেকে গুলিভর্তি একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়। পুলিশ গুলির খোসা অনুসন্ধান ও ঘটনার তদন্ত শুরু করেছে।
গুলির ঘটনার পর হোয়াইট হাউসের আশপাশের সড়কগুলোতে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এ ঘটনার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ায় এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নিউইয়র্কে ছিলেন।
মার্কিন গোয়েন্দারা প্রাথমিকভাবে জানান, স্থানীয় সময় রাত নয়টার দিকে একটি গাড়ির ভেতর থেকে গুলি করা হয়। ঘটনার পরপরই ওই এলাকা থেকে গুলিভর্তি একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়। পুলিশ গুলির খোসা অনুসন্ধান ও ঘটনার তদন্ত শুরু করেছে।
গুলির ঘটনার পর হোয়াইট হাউসের আশপাশের সড়কগুলোতে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এ ঘটনার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ায় এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নিউইয়র্কে ছিলেন।
No comments