পাইলট আবিদের স্ত্রী হাসপাতালে
নেপালে
বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা
খানম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সকালে তাকে রাজধানীর
শেরেবাংলানগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে
ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের তথ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন
সাংবাদিকদের বলেন, আফসানা খানমের ব্রেইন স্ট্রোক হয়েছে। হাসপাতালে ভর্তি
করার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার অপারেশন হয়েছে। এখন তিনি আইসিইউতে
আছেন। হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমের অধীনে আফসানা
খানমের চিকিৎসা চলছে। আবিদের ঘনিষ্ঠ এক বন্ধু সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার
খবর শুনে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না আফসানা খানম। অজ্ঞান হয়ে
পড়ছিলেন। পরে তিনি বেঁচে আছেন শুনে একটু স্বাভাবিক হন। কিন্তু পরদিন যখন
জানতে পারলেন উনি মারা গেছেন, তার পর থেকে তিনি একেবারেই ভেঙে পড়েছিলেন।
নেপালে বিমান বিধ্বস্তের পর জীবিত উদ্ধার হয়েছিলেন পাইলট আবিদ সুলতান। একদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। বিমানবাহিনীর সাবেক এই পাইলট ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রশিক্ষকও ছিলেন। দুর্ঘটনায় পড়া ড্যাশ বিমানটি ইউএস বাংলার জন্য কানাডা থেকে উড়িয়ে এনেছিলেন আবিদ সুলতান।
নেপালে বিমান বিধ্বস্তের পর জীবিত উদ্ধার হয়েছিলেন পাইলট আবিদ সুলতান। একদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। বিমানবাহিনীর সাবেক এই পাইলট ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রশিক্ষকও ছিলেন। দুর্ঘটনায় পড়া ড্যাশ বিমানটি ইউএস বাংলার জন্য কানাডা থেকে উড়িয়ে এনেছিলেন আবিদ সুলতান।
No comments