উ. কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্রের নাগালে জার্মানি: বার্লিন
উত্তর
কোরিয়ার পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন মধ্য ইউরোপ ও
জার্মানিতে আঘাত হানতে সক্ষম। রোববার জার্মানির পার্লামেন্ট সদস্যদের সঙ্গে
এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানান দেশটির ফেডারেল ইন্টেলিজেন্স
সার্ভিস-বিএনডির উপপরিচালক ওলে দিয়েল।
জার্মান সংবাদপত্র বিল্ড অ্যাম
সংট্যাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ওলে দিয়েল বলেছেন, তার গোয়েন্দা
সংস্থার এ সংক্রান্ত তথ্য-উপাত্ত ‘নির্ভুল’। রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত কোনো
কোনো সূত্রের বরাত দিয়ে দৈনিকটি আরো জানিয়েছে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার
মধ্যে সাম্প্রতিক সময়ে যে সংলাপ প্রক্রিয়া শুরু হয়েছে তা ইতিবাচক আলামত বলে
মনে করছে বিএনডি। রোববার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা জানিয়েছিল, যুক্তরাষ্ট্র
ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে উত্তর কোরিয়ার একজন
শীর্ষস্থানীয় কূটনীতিক ফিনল্যান্ড গেছেন। একই দিন উত্তর কোরিয়ার পরমাণু
অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন মধ্য ইউরোপ ও জার্মানিতে আঘাত
হানতে সক্ষম তথ্য প্রকাশ করা হল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য বৈঠকের ক্ষেত্র
প্রস্তুত করার জন্য উত্তর কোরিয়ার কূটনীতিকরা দক্ষিণ কোরিয়ার পাশাপাশি
ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্যে উত্তর কোরিয়ার
পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো রোববার সকালে তার তিন দিনের সুইডেন সফর শেষ
করেছেন। ট্রাম্প ও কিমের সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে যেসব দেশের নাম
বিবেচনা করা হচ্ছে, তার মধ্যে অন্যতম- সুইডেন ও ফিনল্যান্ড।
No comments