আজ ১ সেকেন্ড বাড়তি সময় পাবে পৃথিবী
আজ
দিনের দৈর্ঘ্য হবে এক সেকেন্ড বেশি। পৃথিবীর আবর্তন গতি কমতে থাকার সঙ্গে
তাল মেলাতেই মঙ্গলবার এক সেকেন্ড যোগ করার সিদ্ধান্ত নেন ফ্রান্সের প্যারিস
মানমন্দির কর্তৃপক্ষ। আজ রাট ১১:৫৯:৫৯ সেকেন্ড সময়ের পরই অতিরিক্ত এক
সেকেন্ড যোগ করা হবে। লিপ ইয়ারের মতো একে বলা হয় লিপ সেকেন্ড। প্যারিসের
মানমন্দিরে অবিস্থত ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন সার্ভিস, আইইআরএস-এর
বিজ্ঞানীররা সারা বছরই পৃথিবীর আবর্তনের ওপর নজর রাখেন। প্রয়োজনে গণণার
ক্ষেত্রে তারা সূক্ষè পরিবর্তনের উদ্যোগ নিয়ে থাকেন। তবে লিপ সেকেন্ড যোগ
করার নজির এবারই প্রথম নয়। সর্বপ্রথম ১৯৭২ সালে লিপ সেকেন্ড যোগ করা হয়।
সবমিলিয়ে এর আগে ২৫ বার এমনটা ঘটেছে। আজ ১১:৫৫:৫৯ সময়ে অতিরিক্ত একটি
সেকেন্ড যোগ করা হবে। এদিকে এ নিয়ে চিন্তার ভাজ পড়েছে সফটওয়্যয়
প্রতিষ্ঠানগুলো। তারা ইতোমধ্যে প্রস্তুতি নেয় শুরু করেন। এর আগে ২০১২ সালে
লিপ সেকেন্ড যোগ হকান পর সময়েরর ঘেরফেরের কারণে বহু সফটওয়ার বিশেষ করে
জাভায় তৈরি প্রোগ্রামগুলি ক্রাশ করে।
No comments