হ্যারি পটারখ্যাত বাংলাদেশী বংশোদ্ভূত আফসান আজাদ পাল্টে গেছেন
বড়
হয়ে গেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘হ্যারি পটার’-এ অভিনয় করা বাংলাদেশী
বংশোদ্ভূত আফসান আজাদ। ১৬ বছর বয়সী সেই আফসান আজাদের সঙ্গে বর্তমানের ২৭
বছর বয়সী আফসানের চেহারার পার্থক্য বিস্তর। এ নিয়ে বহু আলোচনা চলছে
আন্তর্জাতিক বিনোদন মিডিয়ায়। অনেকে ইনিয়ে বিনিয়ে বলতে চাইছেন, তিনি হয়তো
চেহারায় কৃত্রিম রূপান্তর ঘটিয়েছেন। ইঙ্গিত দেয়া হচ্ছে, অন্য ‘হ্যারি
পটার’-এ অভিনয় করা অন্য অভিনেতা-অভিনেত্রীর মতো তিনিও প্লাস্টিক সার্জারির
আশ্রয় নিয়েছেন। তবে এসব নিয়ে মোটেই খুশি নন তিনি। এ খবর দিয়েছে
পাকিস্তানের অনলাইন ডন। বৃটিশ নাগরিক আফসান হ্যারি পটার সিরিজের ‘গবলেট অফ
ফায়ার’ ছবিতে ‘পদ্মা পাতিল’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই ছবিতে অন্যতম
শীর্ষ চরিত্র ও মূল চরিত্র ‘হ্যারি পটার’-এর বন্ধু রনের সঙ্গে ডেটিং করতে
দেখা গিয়েছিল পদ্মা পাতিলকে। তবে সেবার রন মোটেই সন্তুষ্ট ছিলেন না এই
ডেটিং নিয়ে। অবশ্য সমপ্রতি রন নাকি বলেছেন, আফসান আজাদ তথা পদ্মা পাতিলের
সঙ্গে আরেকবার ডেটিংয়ের সুযোগ পেলে তিনি লুফে নেবেন। মাত্র ১৬ বছর বয়সে
হ্যারি পটার ছবিতে অভিনয় করেছিলেন আফসান। তবে এখন তিনি ২৭ বছর বয়সী
পূর্ণাঙ্গ যুবতী। সেদিনের সেই ১৬ বছর বয়সী উদ্বিগ্ন ও দ্বিধান্বিত কিশোরীর
প্রতি তাকালে এখন যে কেউ দ্বিতীয়বার ফিরে তাকাবেনই। টুইটারে বেশ সক্রিয় এ
বাংলাদেশী বংশোদ্ভূত নন্দিনী। তাকে নিয়ে বেশ আলোচনাও চলছে। কিন্তু এ নিয়ে
বেশ বিস্মিত আফসান। সমপ্রতি এমটিভির ওয়েবসাইটে তাকে নিয়ে করা একটি সংবাদের
শিরোনাম ছিল, আফসান হ্যারি পটার সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে
জাদুকরী রূপান্তর হওয়া সর্বশেষ জন। কিন্তু এ সংবাদের পাল্টা প্রতিক্রিয়ায়
তিনি জানিয়ে দিয়েছেন, এটি কোন রূপান্তর নয়। তিনি কেবল বড় হয়ে গেছেন। তাই
চেহারায় পরিবর্তন এসেছে। পরের আরেকটি টুইটে লিখেছেন, তিনি কোন ধরনের
প্লাস্টিক সার্জারি করে চেহারায় পরিবর্তন আনেন নি। তবে এত সব বিব্রতকর
আলোচনার মধ্যেও তার জন্য সুখকর বিষয় হচ্ছে, সমপ্রতি তার টুইটারে ফলোয়ারের
সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে।
No comments