যুবলীগ নেতার ‘তাণ্ডব’, খোলা আকাশের নিচে ১০ পরিবার

জেলার ডুমুরিয়া উপজেলা সদরের বসবাসরত ১০টি পরিবারের ঘরবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে স্থানীয় এক যুবলীগ নেতা। অসহায় পরিবারগুলো সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নীচে বসবাস করছেন। বুধবার সকাল সাতটার দিকে  এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি মেম্বার শাহিনুজ্জামানকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের ট্রলার ঘাটের আশপাশসহ ভদ্রা নদীর ভরাটি অংশে প্রায় ৩ শতাধিক পরিবার বসবাস করে। সকালে স্থানীয় যুবলীগের নেতা শিমূল বিশ্বাস, শাহিন মেম্বর ও হাবিবুর রহমান বিশ্বাস ওরফে বোমা হাবিব ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী নিয়ে ভূমিহীনদের উপর হামলে পড়ে। এসময় ট্রলার ঘাটের কাছে থানা থেকে ২০০ গজ দূরে ১০টি পরিবারের প্রায় ১৫টি বসতঘর ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয় তারা। সকাল সাতটা থেকে বেলা ১০টা পর্যন্ত তিনঘণ্টা যাবৎ চলা এ তা-বে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হন। অভিযোগ রয়েছে ঘটনার সময়ে সাদা পোষাকে পুলিশ সদস্যরা দাড়িয়ে থাকলেও কেউ কোন বাধা দেয় নি। ওই পরিবারগুলোতে নারী ও শিশুসহ প্রায় ৪০ জন বাস করেন। এ ব্যাপারে জমির মালিকানা দাবিদার শিমূল বিশ্বাস বলেন, জনৈক ফারুকের কাছ থেকে তিনি ৫০ শতক জমি কিনেছেন। সেখানে তারা ভাড়াটিয়া হিসেবে বাস করতেন। একাধিকবার পুলিশ তাদেরকে ঘর ছেড়ে দিতে বললেও তারা ঘর ছাড়েনি। তাই আজ ঘর থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে। স্থানীয় এমপি ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র বলেন, যারা অসহায় ভূমিহীনদের উপর হামলা চালিয়েছে তারা আওয়ামী লীগের লোক হলেও তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.