অস্ট্রেলিয়ায় ৮ শিশুকে হত্যা, ‘মা’ গ্রেপ্তার
অস্ট্রেলিয়ার কেয়ার্নসে ছুরিকাঘাতে ৮ শিশুকে হত্যার ঘটনায় তাদের মাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ৩৭ বছর বয়সী ৭ সন্তানের মাকে এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপর এক শিশু তার ভাতিজী বলে জানা গেছে। তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। প্রথমদিকে তার বয়স ৩৪ বছর উল্লেখ করা হলেও, পরে সংশোধন করে তা ৩৭ বছর উল্লেখ করা হয়। পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে তাকে এখন পর্যন্ত অভিযুক্ত করা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মৃত পড়ে থাকা ৮ শিশুর নিথর দেহের পাশে ছুরিকাহত অবস্থায় পাওয়া যায় তাকে। পুলিশ প্রহরায় কেয়ার্নস বেইজ হাসপাতালে ভর্তি রয়েছে তিনি। এদিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে কেয়ার্নসের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ব্রুনো আসনিকার এ তথ্য দিয়েছেন। ওই ৮ শিশুর লাশের ময়নাতদন্তের পর রিপোর্ট প্রকাশের কথা রয়েছে। নিহত শিশুদের বয়স ১৮ মাস থেকে ১৪ বছরের মধ্যে বলে জানা গেছে। প্রাথমিকভাবে, তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কোন তথ্য দেয়নি পুলিশ। এদিকে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিগুলোসহ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। গতকাল সকালে বাড়িতে পৌঁছে ওই নারীর ২০ বছর বয়সী পুত্র তার ভাইদের মৃতদেহ পড়ে থাকতে দেখে। এদিকে মোমবাতি প্রজ্বলন ও গির্জায় উপাসনার মাধ্যমে নিহত শিশুদের জন্য প্রার্থনা করা হয়। অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি স্থানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এক বিবৃতিতে একে ‘অকথ্য অপরাধ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমাদের জন্য ‘এ দিনগুলো পরীক্ষার দিন ছিল’। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির একটি ক্যাফেতে জিম্মির ঘটনার মাত্র কয়েকদিনের মাথায় নতুন এ ঘটনায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে অস্ট্রেলিয়াজুড়ে।
No comments