ফিদেল ক্যাস্ত্রো কোথায়?
যুক্তরাষ্ট্র
ও কিউবার নতুন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তিতে কিউবার সাবেক
প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর অবস্থান কি? এ প্রশ্নের উত্তর জানতে উৎসুক
বিশ্ববাসী। কিন্তু ফিদেল ক্যাস্ত্রো গণমাধ্যমের সামনে আসা বা এ ব্যাপারে
কোনো বিবৃতি প্রদান থেকে বিরত রয়েছেন। ১৯৫৬ সালে মার্কিন মদদপুষ্ট কিউবার
শাসক ফুলগেনিকো বাতিস্তার বিরুদ্ধে ৮১ জন গেরিলা নিয়ে বিপ্লবী যুদ্ধে
নেমেছিলেন ফিদেল ক্যাস্ত্রো। ১৯৫৯ সালে বাতিস্তাকে হটিয়ে ক্ষমতা দখল
করেছিলেন তিনি। কমিউনিস্ট শাসনে অত্যন্ত কঠোরতায় ২০০৮ সাল পর্যন্ত দেশ শাসন
করেন ক্যাস্ত্রো। তারপর অসুস্থ হয়ে পড়লে ভাই রাউল ক্যাস্ত্রোর কাছে ক্ষমতা
হস্তান্তর করেন। এই সময়কালে সবসময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান
নিয়েছেন তিনি।
ফিদেল ক্যাস্ত্রো সর্বশেষ জনসম্মুখে এসেছেন চলতি বছরের ৮ জানুয়ারি একটি আর্ট গ্যালারি পরিদর্শনে। সর্বশেষ গত অক্টোবরে নিউইয়র্ক টাইমস সম্পাদকীয়র জবাবে ফিদেল ক্যাস্ত্রোর নামে কিউবার রাষ্ট্রীয় পত্রিকায় একটি কলাম ছাপা হয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অসুস্থতার কারণেই তিনি এ ব্যাপারে কিছুই বলতে পারছেন না। অথবা ভাইয়ের সিদ্ধান্তে তার অমত নেই।
ফিদেল ক্যাস্ত্রো সর্বশেষ জনসম্মুখে এসেছেন চলতি বছরের ৮ জানুয়ারি একটি আর্ট গ্যালারি পরিদর্শনে। সর্বশেষ গত অক্টোবরে নিউইয়র্ক টাইমস সম্পাদকীয়র জবাবে ফিদেল ক্যাস্ত্রোর নামে কিউবার রাষ্ট্রীয় পত্রিকায় একটি কলাম ছাপা হয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অসুস্থতার কারণেই তিনি এ ব্যাপারে কিছুই বলতে পারছেন না। অথবা ভাইয়ের সিদ্ধান্তে তার অমত নেই।
No comments