‘৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে স্টেট ডিপার্টমেন্টের অবস্থানের হেরফের হয়নি’ -ড্যান ডব্লিউ মজিনা
ঢাকায়
নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, রাজনীতির মাঠে কোন
বিশেষ দলকে সর্মথন করে না যুক্তরাষ্ট্র। ৩৭ মাসের ঢাকা মিশন শেষ করে
আগামীকাল রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। এ উপলক্ষে
আজ আমেরিকান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির সঙ্গে
যুক্তরাষ্ট্রের বিশেষ সর্ম্পক রয়েছে মর্মে সরকারি মহল থেকে যে অভিযোগ করা
হয় তার প্রতি দৃষ্টি আর্কষণ করা হলে এ অভিযোগ প্রত্যাখ্যান করে মজিনা বলেন,
রাজনৈতিক দৌড়ে কোন শক্তিকেই যুক্তরাষ্ট্র সমর্থন দেয় না। ৫ই জানুয়ারির
নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন,
৬ই জানুয়ারি মার্কিন স্টেট ডির্পাটমেন্টের তরফে যে অবস্থান ব্যাখ্যা করা
হয়েছিল তার কোন হেরফের হয়নি। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশকে ‘ল্যান্ড অফ
ম্যাজিক এন্ড স্ট্রেনথ’ হিসেবে আখ্যায়িত করেন। আগামী দিনেও বাংলাদেশের
সঙ্গে কাজ করার উপায় খুঁজছেন বলে জানান তিনি।
No comments