সিপিএ ও আইপিইউ পদ টাকায় কিনেছে সরকার: মঈন খান
কমনওয়েলথ
পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ), ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন
(আইপিইউ) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এর নির্বাচনে সরকার
টাকা দিয়ে শীর্ষ পদ কিনেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য
ড. আব্দুল মঈন খান। বলেছেন, সমপ্রতি সরকারের এক মন্ত্রী স্বীকার করেছেন,
তারা নাকি ৫০ লাখ টাকা দিয়ে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এর
একটি পদ কিনেছেন। এ থেকে বোঝা যায়, তারা কেবল দেশে নয়, আন্তর্জাতিক
পরিমণ্ডলেও নির্বাচনী আসন কেনায় পারদর্শী। এখন জনগণ এখন জানতে চায়, সিপিএ
এবং আইপিইউ‘র নির্বাচনেও টাকা দিয়ে আসন কিনেছে কিনা? গতকাল ঢাকা
রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা
ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মঈন খান বলেন,
বাংলাদেশে একটি কথা প্রচলিত ছিল- ভোটারবিহীন নির্বাচন। কিন্তু ৫ই জানুয়ারি
যে নির্বাচন হয়েছে সেটি কেবল ভোটার বিহীন নয়, ভোটবিহীন নির্বাচন। এ
নির্বাচনের মধ্য দিয়ে একটি জনপ্রতিনিধিত্বহীন ভুয়া সংসদ গঠন হয়েছে। এ
কারণেই বলা যায়, বর্তমান সরকারও ভুয়া সরকার। সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী
লীগের আন্তর্জাতিক বিষয় যারা দেখাশোনা করেন অপপ্রচারের মাধ্যমে তারা
বিশ্ব সম্প্রদায় বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে বোঝাতে সক্ষম হয়েছেন যে বিএনপি
একটি ধর্মীয় মৌলবাদী দল। কিন্তু বিএনপি মোটেই ধর্মীয় মৌলবাদী দল নয়,
বিএনপি একটি ধর্ম নিরপেক্ষ দল। তবে বিএনপির ধর্মনিরপেক্ষতার মানে হলো- সব
ধর্মের প্রতি এ দলটি শ্রদ্ধাশীল। আর আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা মানে
ধর্মহীনতা। তিনি বলেন, মানুষ নিজের স্বার্থ উদ্ধারের জন্য অনেক কিছু করে।
কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি দেয়- সে কেবল আওয়ামী লীগকে না দেখলে বোঝা
যেত না। নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশকে একটি সন্ত্রাসী
রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে পরিচিত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। কিন্তু
তাদেও সেই চেষ্টা সফল হয়নি। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ
রহমাতুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন
আলাল, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক
বিষয়ক সহ-সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
No comments