পাকিস্তানে স্কুলে হামলার পর ২ জঙ্গির ফাঁসি কার্যকর
পাকিস্তানের পেশোয়ারের সেনা নিয়ন্ত্রিত স্কুলে তালেবানের হামলায় ১৩২ স্কুলশিক্ষার্থীসহ ১৪৫ জন নিহত হওয়ার পর দেশটিতে মৃত্যুদ- কার্যকরের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এরপর শুক্রবার রাতেই পাকিস্তানে আকিল এবং আরশাদ মেহমুদ নামের দুই বন্দির ফাঁসি কার্যকর করা হয়। ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আকিলকে ফাঁসি দেয়া হয়। আর আরশাদের মৃত্যুদ- হয় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টার জন্য। আগামী সপ্তাহে আরও কয়েকজনের ফাঁসি কার্যকরের পরিকল্পনার কথা তুলে ধরে পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুজা খানজাদা বলেছেন, এই মৃত্যুদ- কার্যকরের মাধ্যমে জাতির মনোবল বাড়ব। পাকিস্তানের সেনা প্রধান এপর্যন্ত সন্ত্রাসের সাথে সম্পৃক্ততার দায়ে ৬ জনের মৃত্যু পরোয়ানায় সই করেছেন বলে খবরে জানা গেছে। তবে শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া পুনরায় ফেরত না আনতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার সংস্থা। জাতিসংঘের মুখপাত্র রুপার্ট কোলভিল বলেন, এখন যাদের মৃত্যুদ- কার্যকর করা হচ্ছে, তাদের অপরাধ ভিন্ন। ফলে সরকারের এমন সিদ্ধান্তে নিরপরাধ ব্যক্তিদেরও ফাঁসি কার্যকর হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। এদিকে, শুক্রবার আফগান সীমান্তের কাছে তালেবানের বিরুদ্ধে অভিযান চালিয়েজেঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে ৫৯ জনকে হত্যা করার কথা জানিয়েছে পাকিস্তানী সেনাবাহিনী।
সূত্র: বিবিসি বাংলা
সূত্র: বিবিসি বাংলা
No comments