বিমান হামলায় শীর্ষ কয়েক আইএস নেতা নিহত
ইরাকে কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন সিনিয়র ও মধ্যম সারির নেতা নিহত হয়েছেন। এ তথ্য দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি এবং ওয়াল স্ট্রিট জার্নাল অনলাইন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন বিমান হামলায় শীর্ষ নেতা আবদ আল-বাসিত, হাজী মুতাজ, আবু বকর আল-বাগদাদি ও রাদউয়িন তালিব নিহত হয়েছেন। এছাড়াও আরও কয়েকজন মধ্যম সারির আইএস নেতা নিহত হয়েছেন এ অভিযানে। পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি গতকাল বলেন, ওয়াশিংটন মনে করে নেতাদের হারানোর ফলে আইএসের ক্ষমতা হ্রাস পাবে। ‘ইরাকের নিরাপত্তা বাহিনীসমূহের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেয়া ও নিয়ন্ত্রণ করা’ আইএসের জন্য সহজ হবে না বলে মনে করে যুক্তরাষ্ট্র।
No comments