মার্কিন মন্ত্রীর তিন দিনের ঢাকা সফর শুরু
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়াল ২৭-২৯শে নভেম্বর বাংলাদেশ সফর করবেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার তার সফরসূচি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে তিন দিনব্যাপী সফরে নিশা বিসওয়াল সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক সম্প্রদায়, তৈরী পোশাক শিল্পখাতের নেতৃবৃন্দ ও কর্মী এবং বিরোধীদলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। ঢাকায় তার কার্যক্রম ছাড়াও তিনি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পীস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) সফর করবেন। তিনি ২৯শে নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন। নিশা বিসওয়াল ২০১৩ সালের ২১শে অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিবিষয়ক দায়িত্ব পালন করেন। এর আগে ২০১০ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি “ইউএসএআইডি” এশিয়ার সহকারী প্রশাসক হিসেবে কাজ করেন। সেখানে তিনি মধ্য এশিয়া থেকে প্যাসিফিক আইল্যান্ড পর্যন্ত বিস্তৃত ২২টি দেশের সহায়তায় ১২০ কোটি ডলারের একটি তহবিল, একটি দপ্তরের ব্যবস্থাপনা এবং ১২শ’রও বেশি উন্নয়ন কর্মীর দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার দায়িত্ব পালনকালীন সময়ে ইউএসএআইডি বার্মায় এর কার্যক্রম পুনরায় চালু করে এবং ভারত, ইন্দোনেশিয়া ও কাজাখস্তানের মতো দেশগুলোর সঙ্গে উন্নয়ন সহযোগিতায় সম্মিলিত কর্মসূচির মাধ্যমে বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলে।
No comments