স্বামীসহ বীণার ২৬ বছরের কারাদণ্ড
এমনিতেই নানা বিতর্ক নিয়ে মিডিয়াতে সমালোচনার শীর্ষে থাকেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী বীণা মালিক। তবে এ সমালোচনার কারণে তাকে কখনওই পিছিয়ে থাকতে হয়নি। বরং জনপ্রিয়তাই যেন তার ঝুলিতে জমা পড়েছে। এবার অবশ্য ভিন্ন আঙ্গিকেই বিতর্কিত হলেন তিনি। শুধু তা-ই নয়, কারাদণ্ডের মতো বড় শাস্তি পেতে হয়েছে তাকে। গত মে মাসে পাকিস্তানি টিভি চ্যানেল জিও টিভির একটি অনুষ্ঠানে ধর্মকে অবমাননা করার দায়ে তাকে ২৬ বছরের কারাদণ্ড দেয় আদালত। পাকিস্তানি সন্ত্রাস দমন আদালত সম্প্রতি এ রায় ঘোষণা করে। বীণার সঙ্গে এ সাজা পাচ্ছেন তার স্বামী আসাদ বশির খানও। এ ছাড়া আরও দু’জন একই অপরাধে সাজা পাচ্ছেন। তারা হলেন জিও টিভির মালিক মীর শাকিল-উর-রহমান ও অনুষ্ঠান সঞ্চালক শায়েস্তা ওয়াহিদি। টিভি চ্যানেলটিতে একটি ভক্তিমূলক গানের সঙ্গে বীণা তার স্বামীকে নিয়ে নেচেছিলেন। আর এ ব্যঙ্গাত্মক নাচের দৃশ্য চ্যানেলটি প্রচার করে। এর পরই বীণার বিরুদ্ধে ইসলামাবাদ, করাচিসহ বিভিন্ন শহরে অভিযোগ করা হয়। ২৬ বছরের কারাদণ্ডের পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামিদের ১৩ লাখ রুপি জরিমানা করা হয়েছে। শুধু তা-ই নয়, যদি এ জরিমানার টাকা শোধ করা না হয় তাহলে তাদের সম্পত্তি বিক্রি করে তা আদায় করা হবে। আর শিগগিরই বীণা ও বাকি তিনজনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা সবাই অবশ্য বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থান করছেন।
No comments