পুলিশের অস্ত্র গোলাবারুদের বিকল্প বাজার ‘ব্রাজিল’ by দীন ইসলাম
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ অস্ত্র-গোলাবারুদ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। দেবো দিচ্ছি বলে কোন ধরনের ‘এক্সপোর্ট লাইসেন্স’ ইস্যু করছে না। এমন অবস্থায় বিকল্প দেশ খুঁজে পেয়েছে সরকার। ব্রাজিল থেকে তিন লাখ ১০ হাজার টিয়ার গ্যাস শেল আমদানি করা হচ্ছে। কাজটি পেয়েছে ব্রাজিলের কোম্পানি ‘কনডর’-এর এদেশীয় এজেন্ট ‘এনএল এন্টারপ্রাইজ’। ইতিমধ্যে ফ্যাক্টরি অ্যাকসেপটেনস টেস্ট (ফ্যাট) শেষ হয়েছে। সহসাই এসব টিয়ার গ্যাসের চালান দেশে এসে পৌঁছবে বলে মনে করছে পুলিশ সদর দপ্তর। এর পরই হবে ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টেই পণ্যের মান বোঝা যাবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ব্রাজিলের পণ্য গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের বিভিন্ন কোম্পানির এদেশীয় এজেন্টরা মার খাচ্ছে। ফায়দা নিচ্ছে ব্রাজিল থেকে পণ্য আমদানিকারক গুটিকয়েক প্রতিষ্ঠান। কারণ, ব্রাজিলের পণ্যের দাম কম। পণ্যের গুণগত মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ব্রাজিলের কোম্পানি ‘কনডর’-এর এদেশীয় এজেন্ট ‘এনএল এন্টারপ্রাইজ’- এর সিইও মেজর (অব.) মনছুর মানবজমিনকে কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, আপনার কিছু জানার থাকলে পুলিশ সদর দপ্তর থেকে জেনে নিন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ব্রাজিল থেকে তিন লাখ ১০ হাজার শেল টিয়ার গ্যাস কেনার প্রক্রিয়া এখন সরবরাহ পর্যায়ে রয়েছে। ‘কনডর’, ব্রাজিল থেকে এসব শেল আনা হচ্ছে। ইতিমধ্যে আমদানির জন্য কার্যাদেশ পেয়েছে কনডর-এর এদেশীয় এজেন্ট এনএল এন্টারপ্রাইজ। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ই মার্চ দেড় লাখ ৩৫ এমএম টিয়ার গ্যাস শেলের দরপত্র খোলা হয়। এর মধ্যে এক লাখ টিয়ার গ্যাসের জন্য প্রতিটি’র দাম নয় দশমিক ৯৪ ডলার দিয়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয় এনএল এন্টারপ্রাইজ। বাকি ৫০ হাজারের মধ্যে প্রতিটি’র দর নয় দশমিক ৯০ ডলার দিয়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয় একই কোম্পানি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক লাখ টিয়ার শেলের দরপত্রে এনভিএল (প্রিন্সিপাল কোম্পানি: সিমাড, ইতালি), ম্যাক টেক ইন্টারন্যাশনাল লিমিটেড (প্রিন্সিপাল স্পেনের কোম্পানি) এবং টেকনো স্কোয়াড (প্রিন্সিপাল যুক্তরাষ্ট্রের কোম্পানি) অংশ নিলেও উচ্চ দরের কারণে তারা বাদ যায়। এর মধ্যে এনভিএল প্রতিটি টিয়ার গ্যাসের দাম ১০ দশমিক ৬৩ ডলার, ম্যাক টেক ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিটি টিয়ার গ্যাসের দাম ১০ দশমিক ৮৯ এবং টেকনো স্কোয়াড ১৩ দশমিক ০২ উল্লেখ করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দরদাতা কোম্পানি নির্বাচিত হয়। ৫০ হাজার টিয়ার শেল আমদানির দরপত্রেও একই অবস্থা। এ দরপত্রে এনভিএল প্রতিটি টিয়ার গ্যাসের দাম ১০ দশমিক ৬৭ ডলার, ম্যাক টেক ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিটি টিয়ার গ্যাসের দাম ১০ দশমিক ৮৯ ডলার এবং টেকনো স্কোয়াড ১৩ দশমিক ০২ উল্লেখ করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দরদাতা কোম্পানি নির্বাচিত হয়। এনএল এন্টারপ্রাইজ ও ম্যাক টেক ইন্টারন্যাশনালের ঠিকানায় অনুসন্ধান করে জানা গেছে, তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। এ দুই কোম্পানির ফাইল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে একই ব্যক্তি ছুটোছুটি করে থাকেন। এদিকে গত ২৬শে আগস্ট এক লাখ ৬০ হাজার এমএম টিয়ার গ্যাস শেলের দরপত্র খোলা হয়। এর মধ্যে ৯০ হাজার টিয়ার গ্যাসের জন্য প্রতিটি’র দাম ৯ দশমিক ৯৭৮১ ডলার দিয়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয় এনএল এন্টারপ্রাইজ। বাকি ৭০ হাজারের মধ্যে প্রতিটি’র দর ৯ দশমিক ৯৭৪১ ডলার দিয়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয় একই কোম্পানি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৯০ হাজার টিয়ার শেলের দরপত্রে এমএন মল্লিক অ্যান্ড কোম্পানি (প্রিন্সিপাল কোম্পানি: নন এথাল, যুক্তরাষ্ট্র) এবং এএস এন্টারপ্রাইজ (প্রিমাটেক, যুক্তরাজ্য) অংশ নিলেও উচ্চ দরের কারণে তারা বাদ যায়। এর মধ্যে এমএন মল্লিক অ্যান্ড কোম্পানি প্রতিটি টিয়ার গ্যাসের দাম ১২ দশমিক ৪৩ ডলার এবং এএস এন্টারপ্রাইজ ১৪ দশমিক ৪৫ উল্লেখ করে দ্বিতীয় ও তৃতীয় দরদাতা কোম্পানি নির্বাচিত হয়। এদের মধ্যে এএস এন্টারপ্রাইজ টেন্ডার শিডিউল দাখিলের সময় বিড বন্ড দাখিল করেনি। এছাড়া ৭০ হাজার টিয়ার শেল আমদানির দরপত্রেও একই অবস্থা। এ দরপত্রে ৯ দশমিক ৯৭৪১ ডলার দিয়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয় এনএল এন্টারপ্রাইজ। এছাড়া এমএন মল্লিক অ্যান্ড কোম্পানি (প্রিন্সিপাল কোম্পানি: নন এথাল, যুক্তরাষ্ট্র) এবং এএস এন্টারপ্রাইজ (প্রিমাটেক, যুক্তরাজ্য) অংশ নিলেও উচ্চ দরের কারণে বাদ যায়। এর মধ্যে এমএন মল্লিক অ্যান্ড কোম্পানি প্রতিটি টিয়ার গ্যাসের দাম ১২ দশমিক ৪৩ ডলার এবং এএস এন্টারপ্রাইজ ১৪ দশমিক ৪৭ উল্লেখ করে দ্বিতীয় ও তৃতীয় দরদাতা কোম্পানি নির্বাচিত হয়। এ দরপত্রেও এএস এন্টারপ্রাইজ টেন্ডার শিডিউল দাখিলের সময় বিড বন্ড দাখিল করেনি। ফলে তাদের দর প্রস্তাবটি বাতিল ঘোষণা করে টেকনিক্যাল কমিটি। এদিকে টিয়ার গ্যাসের পাশাপাশি পাঁচ হাজার মাল্টিপল ব্যাঙ্ক স্টান গ্রেনেড সরবরাহের কার্যাদেশ পেয়েছে কনডর ব্রাজিলের এদেশীয় এজেন্ট এনএল এন্টারপ্রাইজ। প্রতিটি গ্রেনেডের জন্য ৫২ দশমিক ২২ ডলার দর দিয়ে তারা সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে।
No comments