তোমাকে আমরা কিনেছি অভিযোগ করবেনা
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ফিলিপাইনস-এর
এক গৃহকর্মীকে এমন কথাই শুনিয়েছেন তাঁর চাকরিদাতা৷ হিউম্যান রাইটস ওয়াচ,
এইচআরডাব্লিউ-র এক প্রতিবেদনে উঠে এসেছে এই কথা৷ আরব আমিরাতে কর্মরত প্রায়
দেড় লক্ষ গৃহকর্মীর দুর্দশার কথা উঠে এসেছে প্রতিবেদনে৷ ৯৯ জন কর্মীর
সঙ্গে কথা বলে এটি তৈরি করে এইচআরডাব্লিউ৷
ফিলিপাইনস-এর ঐ গৃহকর্মীর নাম মারেলি ব্রুয়া৷ চুক্তি অনুযায়ী তাঁর মাসে ২৭২ ডলার বেতন পাওয়ার কথা৷ কিন্তু তাঁকে দেয়া হচ্ছিল ২১৮ ডলার৷ এ ব্যাপারে অভিযোগ করতে গেলে ব্রুয়া-র চাকরিদাতা তাঁকে বলেন,তোমাকে আমরা কিনেছি৷ তোমার অভিযোগ করার অধিকার নেই৷ এইচআরডাব্লিউ বলছে, আরব আমিরাতে কাজ করা গৃহকর্মীদের বেশিরভাগই এসেছে ফিলিপাইনস, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ইথিওপিয়া থেকে৷ তাঁরা শারীরিক, মানসিক ও যৌন হয়রানির শিকার হয়ে থাকে বলে অভিযোগ মানবাধিকার সংস্থাটির৷ গৃহকর্মীদের অবস্থার উন্নয়নে তাদের জন্য আরব আমিরাতে যে ভিসা ব্যবস্থা আছে তাতে অবশ্যই পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ৷ বর্তমান নিয়ম অনুযায়ী, গৃহকর্মীর ভিসা নিয়ে আসা নারী শ্রমিকরা অন্য কোনো পেশায় যেতে পারেন না৷ কেউ যদি সেই চেষ্টা করেন তাহলে শাস্তি হিসেবে তাঁকে যেন অন্য কেউ নিয়োগ না দেয় সে ব্যবস্থা করা হয়৷ ভিসা নিয়মে পরিবর্তন আনার আহ্বান জানানোর পাশাপাশি গৃহকর্মীদের জন্য কর্মঘণ্টা বেঁধে দেয়া, সপ্তাহে একদিন ছুটি দেয়া ও দিনের ২৪ ঘণ্টার মধ্যে অন্তত আট ঘণ্টা বিশ্রাম দেয়ার দাবি জানিয়েছে এইচআরডাব্লিউ৷ -dw
ফিলিপাইনস-এর ঐ গৃহকর্মীর নাম মারেলি ব্রুয়া৷ চুক্তি অনুযায়ী তাঁর মাসে ২৭২ ডলার বেতন পাওয়ার কথা৷ কিন্তু তাঁকে দেয়া হচ্ছিল ২১৮ ডলার৷ এ ব্যাপারে অভিযোগ করতে গেলে ব্রুয়া-র চাকরিদাতা তাঁকে বলেন,তোমাকে আমরা কিনেছি৷ তোমার অভিযোগ করার অধিকার নেই৷ এইচআরডাব্লিউ বলছে, আরব আমিরাতে কাজ করা গৃহকর্মীদের বেশিরভাগই এসেছে ফিলিপাইনস, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ইথিওপিয়া থেকে৷ তাঁরা শারীরিক, মানসিক ও যৌন হয়রানির শিকার হয়ে থাকে বলে অভিযোগ মানবাধিকার সংস্থাটির৷ গৃহকর্মীদের অবস্থার উন্নয়নে তাদের জন্য আরব আমিরাতে যে ভিসা ব্যবস্থা আছে তাতে অবশ্যই পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ৷ বর্তমান নিয়ম অনুযায়ী, গৃহকর্মীর ভিসা নিয়ে আসা নারী শ্রমিকরা অন্য কোনো পেশায় যেতে পারেন না৷ কেউ যদি সেই চেষ্টা করেন তাহলে শাস্তি হিসেবে তাঁকে যেন অন্য কেউ নিয়োগ না দেয় সে ব্যবস্থা করা হয়৷ ভিসা নিয়মে পরিবর্তন আনার আহ্বান জানানোর পাশাপাশি গৃহকর্মীদের জন্য কর্মঘণ্টা বেঁধে দেয়া, সপ্তাহে একদিন ছুটি দেয়া ও দিনের ২৪ ঘণ্টার মধ্যে অন্তত আট ঘণ্টা বিশ্রাম দেয়ার দাবি জানিয়েছে এইচআরডাব্লিউ৷ -dw
No comments