কাতাদাকে জর্দানে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
কট্টরপন্থী মুসলিম নেতা আবু কাতাদাকে
নিজের দেশ জর্দানের কাছে হস্তান্তর করছে যুক্তরাজ্য। কাল রবিবার তাঁর
জর্দানে পৌঁছানোর কথা। জর্দানের এক কর্মকর্তা গত বুধবার এ কথা জানান।
কাতাদাকে
হস্তান্তরের বিষয়ে গত মাসে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, 'জর্দান ও যুক্তরাজ্যের
নিরাপত্তারক্ষীদের প্রহরায় একটি সামরিক বিমানে করে কাতাদা জর্দানে
পৌঁছাবেন।' কাতাদার জন্ম ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেমে। এলাকাটি
বর্তমানে ইসরায়েলের অধিকৃত হলেও তাঁর জন্মের সময়ে তা জর্দানের অংশ ছিল। সেই
সূত্রে তিনি জর্দানের নাগরিক। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ডানহাত
হিসেবে পরিচিত ৫১ বছর বয়সী কাতাদা ১৯৯৩ সালে অভিবাসী হিসেবে যুক্তরাজ্যে
যান। তাঁর অনুপস্থিতিতে ১৯৯৮ সালে জর্দানের একটি আদালত এক সন্ত্রাসী হামলায়
তাঁকে দোষী সাব্যস্ত করেন। তবে অভিযোগ ওঠে, অন্য আসামিদের নির্যাতনের
মাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। ব্রিটিশ সরকার প্রথমে ২০০৫
সালে কাতাদাকে জর্দানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সূত্র : এএফপি।
No comments