স্নোডেনকে বিয়ের প্রস্তাব আনার
ইন্টারনেট ও টেলিফোনে যুক্তরাষ্ট্রের গোপন
নজরদারির কথা ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সাবেক
রুশ গোয়েন্দা আনা চ্যাপম্যান। গত বুধবার স্নোডেনকে পাঠানো এক টুইটার
বার্তায় এ প্রস্তাব দেন তিনি।
তবে স্নোডেন এর কোনো জবাব দিয়েছেন কি না তা জানা যায়নি।
আনা (৩১) এক সময় রাশিয়ার গুপ্তচর হিসেবে যুক্তরাষ্ট্রে ধরা পড়েন। ২০১০ সালে বন্দি গুপ্তচর বিনিময়ের সময় তাঁকে রাশিয়ায় ফেরত পাঠানো হয়। সুন্দরী হিসেবে তাঁর নাম রয়েছে। এর পর থেকে নিজ দেশে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন আনা। বুধবার রাতে আনা এক টুইট বার্তায় স্নোডেনকে লেখেন, 'স্নোডেন, তুমি আমাকে বিয়ে করবে?' কয়েক ঘণ্টার মধ্যে কোনো উত্তর না আসায় একই অ্যাকাউন্ট থেকে আরেকটি টুইটে বলা হয়, 'এনএসএ, তমি কি আমাদের সন্তানদের দেখাশোনা করবে?' তবে আনা এ বার্তা পাঠিয়েছিলেন কি না_এমন প্রশ্ন করে ই-মেইল করা হলেও তাৎক্ষণিকভাবে এর কোনো জবাব আনা দেননি। উল্লেখ্য, গত ২৩ জুন থেকে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে অবস্থান করছেন সিআইএর সাবেক কর্মী স্নোডেন (৩০)। যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্র : মিরর।
আনা (৩১) এক সময় রাশিয়ার গুপ্তচর হিসেবে যুক্তরাষ্ট্রে ধরা পড়েন। ২০১০ সালে বন্দি গুপ্তচর বিনিময়ের সময় তাঁকে রাশিয়ায় ফেরত পাঠানো হয়। সুন্দরী হিসেবে তাঁর নাম রয়েছে। এর পর থেকে নিজ দেশে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন আনা। বুধবার রাতে আনা এক টুইট বার্তায় স্নোডেনকে লেখেন, 'স্নোডেন, তুমি আমাকে বিয়ে করবে?' কয়েক ঘণ্টার মধ্যে কোনো উত্তর না আসায় একই অ্যাকাউন্ট থেকে আরেকটি টুইটে বলা হয়, 'এনএসএ, তমি কি আমাদের সন্তানদের দেখাশোনা করবে?' তবে আনা এ বার্তা পাঠিয়েছিলেন কি না_এমন প্রশ্ন করে ই-মেইল করা হলেও তাৎক্ষণিকভাবে এর কোনো জবাব আনা দেননি। উল্লেখ্য, গত ২৩ জুন থেকে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে অবস্থান করছেন সিআইএর সাবেক কর্মী স্নোডেন (৩০)। যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্র : মিরর।
No comments