শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার ইঙ্গিত by মো. ইমরুল কায়েস
১৫ জুন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও
গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো দেশের চার সিটি করপোরেশন
নির্বাচন। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার গ্রহণযোগ্য নির্বাচনের পর এবার চার সিটি
করপোরেশনের মধ্য দিয়ে সরকার আবার প্রমাণ করল, তারা শান্তিপূর্ণ নির্বাচন
উপহার দিতে সক্ষম।
যদিও নির্বাচন কমিশন থেকে বারবার বলা
হয়েছিল নির্বাচন হবে নির্দলীয়; কিন্তু আমরা দেখেছি প্রায় সব নির্বাচনেই
সরকার ও বিরোধী দল একক প্রার্থিতা মনোনয়ন দিয়েছে। সামনে সংসদ নির্বাচন
আসছে, আশা করি জাতীয় নির্বাচনও এ রকম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
নির্বাচনকালীন সরকার নিয়েও যে দ্বন্দ্ব রয়েছে এর সমাধান হবে। উভয় দল
আলোচনায় বসে সব সমস্যা সমাধানসাপেক্ষে দেশে আরেকটা জাতীয় নির্বাচন
শান্তিপূর্ণ হবে এটা আমাদের কাম্য। গত সংসদ নির্বাচন ঘিরে দেশে এক অস্থির
পরিবেশ সৃষ্টি হয়েছিল। ফলে দেশের মানুষ দুই বছর অভিভাবকহীন ছিল। এ রকম
অবস্থা আবার দেশে ফিরে আসুক তা আমরা চাই না। আমাদের সব রাজনীতিবিদ বিজ্ঞ,
তারা তাদের সব চাওয়া-পাওয়া ঊধর্ে্ব রেখে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ
নির্বাচনের স্বার্থে সরকার ও বিরোধী দল সঠিক সিদ্ধান্তে উপনীত হবে। বিরোধী
দলের সংসদে উপস্থিতির মাধ্যমে এ সুযোগ বেড়ে গেছে। আমরা চাই এ সুযোগ কাজে
লাগানো হোক।
স মো. ইমরুল কায়েস : শিক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ
kayesimrul26@gmail.com
স মো. ইমরুল কায়েস : শিক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ
kayesimrul26@gmail.com
No comments