বড় টেবিলে অসদাচরণ বেশি?
যেসব ব্যবসায়ী তাঁদের কার্যালয়ে বিশাল
আকারের টেবিল (ডেস্ক) ব্যবহার করেন, তাঁদের মধ্যে অসৎ প্রবণতা বেশি
লক্ষণীয়। কারণ, চারপাশের তুলনায় তাঁরা নিজেদের বেশি ক্ষমতাধর ভাবতে শুরু
করেন।
ফলে একপর্যায়ে তাঁদের আচরণে অসৎ বৈশিষ্ট্য ফুটে
ওঠে। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয়,
ক্ষমতার দম্ভ একজন মানুষকে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে প্ররোচিত করে।
এসব অপরাধের মধ্যে চুরি থেকে শুরু করে প্রতারণা এবং ট্রাফিক আইন অমান্য
করার মতো বিষয়ও রয়েছে।
বড় ডেস্ক বা মোটরগাড়িতে চওড়া আসনের মতো পারিপার্শ্বিক অবস্থা মানুষের আচরণের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কলাম্বিয়া বিজনেস স্কুলের গবেষকেরা চারটি পৃথক পরীক্ষা চালান। তাঁরা দেখতে পান, বড় টেবিলের দখলদারি একজন মানুষকে অসদাচরণ ও লোভী সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। টেলিগ্রাফ।
বড় ডেস্ক বা মোটরগাড়িতে চওড়া আসনের মতো পারিপার্শ্বিক অবস্থা মানুষের আচরণের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কলাম্বিয়া বিজনেস স্কুলের গবেষকেরা চারটি পৃথক পরীক্ষা চালান। তাঁরা দেখতে পান, বড় টেবিলের দখলদারি একজন মানুষকে অসদাচরণ ও লোভী সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। টেলিগ্রাফ।
No comments