প্রশ্ন-উত্তর
প্রশ্ন: মৃগী রোগের ওষুধ কত দিন খেতে হয়? দু-এক দিন বাদ দিলে সমস্যা হবে কি?
উত্তর: ওষুধ শুরু করার পর বা চলাকালীন যদি খিঁচুনি হয়, তবে তিন থেকে চার বছর নিয়মিত ওষুধ চালিয়ে যেতে হবে।
উত্তর: ওষুধ শুরু করার পর বা চলাকালীন যদি খিঁচুনি হয়, তবে তিন থেকে চার বছর নিয়মিত ওষুধ চালিয়ে যেতে হবে।
চিকিৎসকের
পরামর্শে ক্রমান্বয়ে ওষুধ কমিয়ে বন্ধ করা যাবে। ওষুধ প্রতিদিন একই সময়ে
খেতে হবে এবং কোনোভাবেই ডোজ বাদ দেওয়া যাবে না। কোনো ডোজ বাদ পড়লে খিঁচুনি
শুরু হতে পারে। নতুন করে শুরু করার পর থেকে আবার তিন-চার বছর নিয়মিত সেবন
করতে হবে। ডা. এম এস জহিরুল হক চৌধুরী, ক্লিনিক্যাল নিউরোলজি, ন্যাশনাল
ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স।
No comments