ম্যান্ডেলার নামে নাম

নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে নামকরণ করা হয়েছে অনেক কিছুর। এ তালিকায় আছে প্রাণী, গাছ, ফুল থেকে পরমাণু কণা পর্যন্ত। বিশ্বজুড়ে অনেক ভবন, রাস্তা, পার্ক ও ডাকটিকিট হয়েছে তাঁর নামে।
গত বছরের জুলাইয়ে প্রাগৈতিহাসিক একটি কাঠঠোকরার জীবাশ্ম খুঁজে পান বিজ্ঞানীরা। নামকরণ করা হয় ম্যান্ডেলার নামে- 'অস্ট্রালোপিকাস নেলসনম্যান্ডোলাই'। তাঁর নামে পরিচিত হয়েছে মাকড়সার একটি প্রজাতিও।
১৯৭৩ সালে ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় একটি পরমাণু কণার নাম রাখে 'ম্যান্ডেলা পার্টিকল'। ১৯৯৭ সালে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখেন ম্যান্ডেলা। তখন একটি অর্কিডের নাম রাখা হয় 'প্যারাভেন্ডা নেলসন ম্যান্ডেলা'। রোবেন দ্বীপে ম্যান্ডেলার বন্দিজীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে কম্পিউটার গেম, নাম 'এস্কেপ ফ্রম রবিন আইল্যান্ড'। ১৯৭১ সালে আর্জেন্টিনায় একটি রেসের ঘোড়ার নাম রাখা হয়েছিল 'ম্যান্ডেলা'।
নেলসন ম্যান্ডেলা সেন্টার ফর মেমোরির মতে, বহু বিচিত্র বিষয়ে ম্যান্ডেলার নামে নামকরণ করা হয়েছে। এ ধারা অব্যাহত আছে। সূত্র : সিএনএন।




No comments

Powered by Blogger.