এরশাদের সঙ্গে পঙ্কজ সরনের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার
পঙ্কজ সরন গতকাল বুধবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের
সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিকেল চারটায় এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের
বাসভবনে এ সাক্ষাৎ হয়।
প্রায় এক ঘণ্টা কথা বলেন তাঁরা।
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এ সময় জাপার সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে আনিসুল ইসলাম মাহমুদ জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
তবে দলের দায়িত্বশীল একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচন, সদ্য সমাপ্ত চার সিটি করপোরেশন নির্বাচনসহ আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি নির্বাচন বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এ সময় জাপার সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে আনিসুল ইসলাম মাহমুদ জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
তবে দলের দায়িত্বশীল একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচন, সদ্য সমাপ্ত চার সিটি করপোরেশন নির্বাচনসহ আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি নির্বাচন বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।
No comments