সিরীয়দের মানবিক সাহায্যে ৫২০ কোটি ডলার চায় জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মানবিক সাহায্যের জন্য ৫২০ কোটি ডলারের তহবিলের আবেদন জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাহায্যের আবেদন।
গতকাল শুক্রবার জাতিসংঘ জানায়, সিরিয়ার ভেতরে ও বাইরে থাকা এক কোটির বেশি সিরীয় শরণার্থীর জন্য এ অর্থের দরকার। এর মধ্যে জরুরি ভিত্তিতে ৪০ লাখ শিশুর মানবিক সাহায্য প্রয়োজন। এ পরিমাণ মানুষের ত্রাণ দেওয়ার জন্য তহবিল সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। এ জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে।
জাতিসংঘ জানায়, বিভিন্ন দেশে অবস্থানরত সিরীয় শরণার্থীদের জন্য ৩৮০ কোটি ডলার দরকার। আর সিরিয়ার অভ্যন্তরে থাকা শরণার্থীদের জন্য প্রয়োজন ১৪০ কোটি ডলার।
সিরিয়ায় তিন বছরে গড়ানো সহিংসতায় ৯৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে প্রায় ১৬ লাখ মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ শরণার্থীর সংখ্যা সাড়ে ৩৪ লাখে দাঁড়াবে। সহিংসতার জন্য ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া ৬৮ লাখ মানুষকে ত্রাণ সহায়তা দিতে হবে। সূত্র : এএফপি, বিবিসি।




No comments

Powered by Blogger.