ওবামা-জিনপিং শীর্ষ বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের
প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক
অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকে বসেন। একটি নির্জন অবকাশযাপন কেন্দ্রে এ বৈঠকের
আয়োজন করা হয়।
পর্যবেক্ষকেরা বলেছেন, যুক্তরাষ্ট্রের
বিরুদ্ধে চীনের কথিত সাইবার হামলার অভিযোগ, বাণিজ্যিক গোয়েন্দাগিরি, উত্তর
কোরিয়ার পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপক্ষীয়
বাণিজ্যের বাধার মতো গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে অগ্রাধিকার পাবে।
শি জিনপিং গত মার্চে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন।
আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ওবামা ও জিনপিংয়ের সম্ভবত এটাই শেষ সাক্ষাৎ। দ্বিপক্ষীয় সম্পর্কের নানা জটিলতার কারণে দেশ দুটির মধ্যকার অস্থিরতা চরমে পৌঁছেছে। এ প্রেক্ষাপটেই শীর্ষ বৈঠককে বেশি অর্থবহ করতে আনুষ্ঠানিক স্থান বাদ দিয়ে নির্জন অবকাশযাপন কেন্দ্র র্যাঞ্চো মিরেজকে বেছে নেওয়া হয়েছে। এএফপি।
শি জিনপিং গত মার্চে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন।
আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ওবামা ও জিনপিংয়ের সম্ভবত এটাই শেষ সাক্ষাৎ। দ্বিপক্ষীয় সম্পর্কের নানা জটিলতার কারণে দেশ দুটির মধ্যকার অস্থিরতা চরমে পৌঁছেছে। এ প্রেক্ষাপটেই শীর্ষ বৈঠককে বেশি অর্থবহ করতে আনুষ্ঠানিক স্থান বাদ দিয়ে নির্জন অবকাশযাপন কেন্দ্র র্যাঞ্চো মিরেজকে বেছে নেওয়া হয়েছে। এএফপি।
No comments