বিচিত্র ভুবন
সবচেয়ে দামি কফি পট
এক নয় দুই নয়, পাক্কা সাড়ে চার মিলিয়ন পাউন্ড! হ্যাঁ, একটা কফি পটের দাম এমনই গগনচুম্বী।
এক নয় দুই নয়, পাক্কা সাড়ে চার মিলিয়ন পাউন্ড! হ্যাঁ, একটা কফি পটের দাম এমনই গগনচুম্বী।
এখন ক্যালকুলেটর নিয়ে বসুন এবং হিসাব করে দেখুন এই দামে কয়টি কফি পট কেনা
যাবে। জর্জ টু নামের এই রুপার কফি পটটি তৈরি করা হয়েছিল ১৭৩৮ সালে। ১৮
শতকের রোকোকো শিল্পবিপ্লবের অন্যতম নিদর্শনের নমুনা বলা হচ্ছে এই পটটিকে।
যুক্তরাজ্যে এটি তৈরি করেছিলেন বিখ্যাত জহুরি পল ডি লামেরি (১৬৮৮-১৭৫১)।
সম্প্রতি নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে ব্রিটিশ সিলভার এক্সিবিশনে
প্রদর্শিত হয়েছে এটি। আর সেখান থেকেই শুরু হয়ে গেছে নিলামের হাঁকডাক।
নিলামকারীদের আশা, কফি পটটির দাম আরও বাড়বে। ডেইলি মেইল
নকল টেইলরের ভোগান্তি
বেচারির একটাই অপরাধ—জনপ্রিয় সংগীততারকা টেইলর সুইফটের সঙ্গে চেহারায় দারুণ মিল! আর এ কারণেই ভীষণ মার হজম করতে হলো জিনা ক্রিস্টিয়ানকে! যুক্তরাজ্যের শর্পশায়ারের এই ১৮ বছর বয়সীর দাবি, ‘কলেজের কিছু মেয়ে বেদম পিটিয়েছে আমাকে। আমার ধারণা, টেইলর সুইফটের সঙ্গে চেহারায় মিল থাকার কারণেই হিংসায় জ্বলেপুড়ে মরছিল ওরা।’ ঘটনার গোড়াপত্তন এ বছরের শুরুর দিকে। টেইলর সুইফটের মতো করে সাজগোজ শুরু করেছিলেন জিনা। টেইলরের মতো দেখতে হওয়ায় কলেজে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অল্প দিনেই। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে শুরু করেছিলেন নানা দাতব্য কাজ। বিভিন্ন শো করে টাকাপয়সা তুলে তা দিয়ে সাহায্য করতেন অসহায় ব্যক্তিদের। গত ২১ মে জিনা কলেজে ক্লাস করছিলেন আর দশ দিনের মতোই। ক্লাসের ফাঁকে হঠাৎ বলা নেই কওয়া নেই, কয়েকজন তরুণী শুরু করেন আচমকা লাথি আর কিল-ঘুষি। বেদম মারের চোটে মুখে কালশিটে তো পড়েছেই, জিনার মা বলছেন, মেয়েটার চোয়ালের হাড়ও ভেঙে গেছে! পুলিশকে বিষয়টি জানানোর পরও নাকি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডেইলি মেইল
গ্রন্থনা: মাহফুজ রহমান
নকল টেইলরের ভোগান্তি
বেচারির একটাই অপরাধ—জনপ্রিয় সংগীততারকা টেইলর সুইফটের সঙ্গে চেহারায় দারুণ মিল! আর এ কারণেই ভীষণ মার হজম করতে হলো জিনা ক্রিস্টিয়ানকে! যুক্তরাজ্যের শর্পশায়ারের এই ১৮ বছর বয়সীর দাবি, ‘কলেজের কিছু মেয়ে বেদম পিটিয়েছে আমাকে। আমার ধারণা, টেইলর সুইফটের সঙ্গে চেহারায় মিল থাকার কারণেই হিংসায় জ্বলেপুড়ে মরছিল ওরা।’ ঘটনার গোড়াপত্তন এ বছরের শুরুর দিকে। টেইলর সুইফটের মতো করে সাজগোজ শুরু করেছিলেন জিনা। টেইলরের মতো দেখতে হওয়ায় কলেজে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অল্প দিনেই। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে শুরু করেছিলেন নানা দাতব্য কাজ। বিভিন্ন শো করে টাকাপয়সা তুলে তা দিয়ে সাহায্য করতেন অসহায় ব্যক্তিদের। গত ২১ মে জিনা কলেজে ক্লাস করছিলেন আর দশ দিনের মতোই। ক্লাসের ফাঁকে হঠাৎ বলা নেই কওয়া নেই, কয়েকজন তরুণী শুরু করেন আচমকা লাথি আর কিল-ঘুষি। বেদম মারের চোটে মুখে কালশিটে তো পড়েছেই, জিনার মা বলছেন, মেয়েটার চোয়ালের হাড়ও ভেঙে গেছে! পুলিশকে বিষয়টি জানানোর পরও নাকি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডেইলি মেইল
গ্রন্থনা: মাহফুজ রহমান
No comments