১৮ জনের প্রাণহানি
ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস গভীর গিরিখাতে পড়ে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১৪ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হিমাচলের সিরমার জেলার সাংগ্রা তেহশিলে গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। বাসটি পুন্ড্রধর এলাকা থেকে সোলান যাওয়ার পথে ৫০০ মিটার গভীর গিরিখাদে পড়ে যায়। টাইমস অব ইন্ডিয়া।
No comments