ঘর ভাঙল পুতিনের
ল্যুদমিলা স্ক্রেবনেভার সঙ্গে ৩০ বছরের
বিবাহিত জীবনের অবসান ঘটালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন (৬০)।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাসাদ ক্রেমলিনে তাঁরা একসঙ্গে কিছুক্ষণ একটি
ব্যালে নাচের অনুষ্ঠান উপভোগ করেন।
এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া যৌথ সাক্ষাৎকারে দুজনই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।
পুতিনের দাম্পত্য জীবনে সমস্যা চলছে বলে কয়েক বছর ধরেই কানাঘুষা চলছিল। তবে পুতিন বলেছেন, 'এটা (বিবাহ বিচ্ছেদ) যৌথ সিদ্ধান্ত, আমাদের মধ্যে খুব কমই দেখা হয়, প্রত্যেকেরই নিজস্ব জীবন আছে।' ল্যুদমিলা (৫৫) বলেন, 'ভ্লাদিমির তাঁর কাজেই ডুবে থাকেন।' তবে দুজনই জোর দিয়ে বলেছেন, বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকবে। তাঁদের দুটি কন্যাসন্তান আছে। সূত্র : বিবিসি।
পুতিনের দাম্পত্য জীবনে সমস্যা চলছে বলে কয়েক বছর ধরেই কানাঘুষা চলছিল। তবে পুতিন বলেছেন, 'এটা (বিবাহ বিচ্ছেদ) যৌথ সিদ্ধান্ত, আমাদের মধ্যে খুব কমই দেখা হয়, প্রত্যেকেরই নিজস্ব জীবন আছে।' ল্যুদমিলা (৫৫) বলেন, 'ভ্লাদিমির তাঁর কাজেই ডুবে থাকেন।' তবে দুজনই জোর দিয়ে বলেছেন, বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকবে। তাঁদের দুটি কন্যাসন্তান আছে। সূত্র : বিবিসি।
No comments