গুলিতে ভারতীয় জওয়ান নিহত'-কাশ্মীর সীমান্তে উত্তেজনা
বিতর্কিত কাশ্মীর সীমান্তে গতকাল শুক্রবার
পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় এক জওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছে
ভারত। তাদের দাবি, হিমালয়ের পুঞ্চ এলাকায় পাকিস্তানি সেনারা গুলি চালালে
বচ্চন সিং নামের এক জওয়ান মারা যান।
তবে এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সেনা কর্মকর্তা বলেন, 'পুঞ্চের ফুজিয়ানা সেক্টরে হঠাৎ করেই পাকিস্তানি সেনারা গুলি চালায়। এতে এক জওয়ান মারা যান। নিহত বচ্চন সিং কমান্ডিং অফিসার ছিলেন।' ভারতের সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ৪০ মিনিট গোলাগুলি হয়।
ভারতের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রাজেশ কালিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দাবি, এ ঘটনাকে এখনই অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে মন্তব্য করা যাবে না। সূত্র : এএফপি।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সেনা কর্মকর্তা বলেন, 'পুঞ্চের ফুজিয়ানা সেক্টরে হঠাৎ করেই পাকিস্তানি সেনারা গুলি চালায়। এতে এক জওয়ান মারা যান। নিহত বচ্চন সিং কমান্ডিং অফিসার ছিলেন।' ভারতের সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ৪০ মিনিট গোলাগুলি হয়।
ভারতের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রাজেশ কালিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দাবি, এ ঘটনাকে এখনই অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে মন্তব্য করা যাবে না। সূত্র : এএফপি।
No comments