প্রভুদেবার সিনেমায় শহীদ ও সোনাক্ষি!

বলিউড কিউট বয় শহীদ কাপুর এবং দাবাং গার্ল সোনাক্ষি সিনহাকে প্রভুদেবা’র পরবর্তী সিনেমা ‘র‌্যাম্বো  রাজকুমার’ এ দেখা যাবে।  প্রভুদেবা তার এই নতুন সিনেমা নিয়ে দারুণ আশাবাদী।
প্রভুদেবা বলেন,  ‘আমরা ফেব্রুয়ারিতেই শুটিং শুরু করবো। এটা হবে সম্পূর্ণ অ্যাকশনধর্মী সিনেমা। শহীদ কাপুরকে দর্শকরা এ সিনেমায় নতুন রূপে দেখতে পাবে। আমার বিশ্বাস শহীদ এবং সোনাক্ষিকে জুটি হিসেবে দর্শকরাও পছন্দ করবে।’
তিনি আরও বলেন, ‘সিনেমায় নাচ,গান, অ্যাকশন, মাস্তি সবই থাকবে। দর্শক মাতাতে পারবো আশা রাখি।’

প্রভুদেবার আগের দুটি সিনেমা  ছিল ‘ওয়ান্টেড’ ও ‘রাওডি রাথোর’ সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক। কিন্তু তিনি দর্শকদের এবার আশ্বস্ত করেছেন যে, ‘র‌্যাম্বো  রাজকুমার’ সম্পূর্ণ নতুন কাহিনী নিয়ে তৈরি।

No comments

Powered by Blogger.