পদ্মা সেতু প্রকল্প- দুর্নীতির ষড়যন্ত্র মামলায় দুই কর্মকর্তা রিমান্ডে
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলার আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সেতু কর্তৃপক্ষের নদীশাসন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউসকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুর ইসলাম এই আদেশ দেন।
গতকাল দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মির্জা জাহিদুল আলম গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁদের জামিনের আবেদন নাকচ করে দেন। ওই কর্মকর্তারা গত বুধবার দুপুরে হাইকোর্ট থেকে বের হওয়ার কিছু সময় পর দুদকের কর্মকর্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন। সকালে এ মামলায় জামিন নিতে গেলে হাইকোর্ট তাঁদের নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেছিলেন।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারক কাজের পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় বুধবারই প্রথম কাউকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় সাতজন আসামির চারজন বাংলাদেশি ও তিনজন বিদেশি।
গতকাল দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মির্জা জাহিদুল আলম গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁদের জামিনের আবেদন নাকচ করে দেন। ওই কর্মকর্তারা গত বুধবার দুপুরে হাইকোর্ট থেকে বের হওয়ার কিছু সময় পর দুদকের কর্মকর্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন। সকালে এ মামলায় জামিন নিতে গেলে হাইকোর্ট তাঁদের নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেছিলেন।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারক কাজের পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় বুধবারই প্রথম কাউকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় সাতজন আসামির চারজন বাংলাদেশি ও তিনজন বিদেশি।
No comments