যুদ্ধাপরাধীর মেয়ে চরিত্রে মৌসুমী নাগ
আসন্ন বিজয় দিবস উপলক্ষ্যে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘বড় চাচার সাইকেল’। মাসুম রেজা রচিত ও রিয়াজুল রিজু পরিচালিত এ টেলিফিল্মে একজন যুদ্ধাপরাধীর মেয়ে চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী নাগ।
নাটকের গল্পে দেখা যাবে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ডা. আফসারউদ্দিন পরামানিক নিহত হওয়ার সময় গুম হয় তার সাইকেল। ৩০ বছর পর তার ভাতিজা হাসিব খুঁজে বের করেন চাচার গুম হওয়া সেই সাইকেল। যেটা পাওয়া যায় এক যুদ্ধাপরাধীর বাড়িতে। শুরু হয় যুদ্ধাপরাধী চলন খুনকারের সঙ্গে হাসিবের দ্বন্দ্ব, যে দ্বন্দ্বে হাসিব সঙ্গী হিসেবে পান চলন খুনকারেরই মেয়ে রাখীকে।
এ টেলিফিল্মে রাখী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী নাগ। এ বিষয়ে তিনি বাংলানিজকে বলেন, “বিজয় দিবসের নাটক মানেই একটি আলাদা গল্প। এ নাটকে আমি একজন যুদ্ধাপরাধীর মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সংগ্রাম করে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।”
কারুকাজের ব্যানারে নির্মাণ করা এ টেলিফিল্মে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শোয়েব, মৌসুমী নাগ, মাহমুদুল ইসলাম মিঠু, এহসানুল হক মিনু, ওয়াহিদা মল্লিক জলি, রাজু খান, ইকবাল সহ আরো অনেকে।
বিজয় দিবসে যেকোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
কারুকাজের ব্যানারে নির্মাণ করা এ টেলিফিল্মে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শোয়েব, মৌসুমী নাগ, মাহমুদুল ইসলাম মিঠু, এহসানুল হক মিনু, ওয়াহিদা মল্লিক জলি, রাজু খান, ইকবাল সহ আরো অনেকে।
বিজয় দিবসে যেকোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
No comments