রাখাইনে মুসলিমদের নাগরিকত্ব যাচাই চলছে
কড়া নিরাপত্তার মধ্যে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের অভিবাসন কর্মকর্তারা মুসলিম রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই করে দেখছেন। এ ঘটনায় আতঙ্কে ভুগছে মুসলমানরা। গত জুন মাস থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে দাঙ্গা হয়।
গত পাঁচ মাসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। লক্ষাধিক রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এসব ঘটনায় প্রশ্ন উঠেছে, দেশটির নাগরিকত্ব পাওয়ার অধিকার কাদের রয়েছে এবং কাদের নেই।
স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রাজ্যের পাউকতাউ এলাকায় গত ৮ নভেম্বর থেকে নাগরিকত্ব যাচাইয়ের কাজ শুরু করা হয়। ইতিমধ্যে দুই হাজারেরও বেশি মুসলিম পরিবারের সদস্যদের নাগরিকত্ব যাচাই করা হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে কোনো অবৈধ অভিবাসী পাওয়া যায়নি। তবে পাওয়া গেলে তাদের কী করা হবে, তা জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোটা রাখাইন রাজ্যেই পর্যায়ক্রমে মুসলমানদের নাগরিকত্ব যাচাই করা হবে।
জাও উইন নামের একজন রোহিঙ্গা বলেন, ‘আমরা জানি, আমাদের এই দেশে থাকতে দেওয়া হবে না। বিতাড়িত করা হবে।’ এপি।
স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রাজ্যের পাউকতাউ এলাকায় গত ৮ নভেম্বর থেকে নাগরিকত্ব যাচাইয়ের কাজ শুরু করা হয়। ইতিমধ্যে দুই হাজারেরও বেশি মুসলিম পরিবারের সদস্যদের নাগরিকত্ব যাচাই করা হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে কোনো অবৈধ অভিবাসী পাওয়া যায়নি। তবে পাওয়া গেলে তাদের কী করা হবে, তা জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোটা রাখাইন রাজ্যেই পর্যায়ক্রমে মুসলমানদের নাগরিকত্ব যাচাই করা হবে।
জাও উইন নামের একজন রোহিঙ্গা বলেন, ‘আমরা জানি, আমাদের এই দেশে থাকতে দেওয়া হবে না। বিতাড়িত করা হবে।’ এপি।
No comments