অগ্নিকাণ্ড ও গার্ডার দুর্ঘটনা- নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী
সাভারের আশুলিয়ার পোশাক কারখানায়
অগ্নিকাণ্ডে এবং চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার
ধসে নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি দুই লাখ টাকা অনুদান বরাদ্দ দিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া এ দুটি দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন,
তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়া হবে। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল শুক্রবার এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই বরাদ্দ দেওয়া হবে।
প্রয়াত আঞ্জুমান আরা জামিলের বাড়িতে প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর নিউ ডিওএইচএসে শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ বীর উত্তমের সদ্য প্রয়াত স্ত্রী ও সাবেক সাংসদ মরহুমা আঞ্জুমান আরা জামিলের বাড়িতে যান।
প্রধানমন্ত্রী কিছু সময় আঞ্জুমান আরা জামিলের কফিনের পাশে দাঁড়িয়ে থাকেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে ফাহেতা পাঠ করেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
No comments