আসাদবিরোধীদের যোগ্য বললেন হেগ
আসাদবিরোধী শক্তিকে সিরিয়ার রাজনীতি ও গণতন্ত্রের জন্য যোগ্য বলেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। গতকাল শুক্রবার লন্ডনে আসাদবিরোধীদের সঙ্গে সাক্ষাতের আগে এ মন্তব্য করেন তিনি।
হেগ জানান, প্রাথমিকভাবে যুক্তরাজ্য চায় বিরোধী শক্তিকে সিরিয়ার জনগণের সামনে বৈধভাবে উপস্থাপন করতে। কিন্তু এ জন্য অবশ্যই তাদের সিরিয়ার গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আসাদবিরোধী তিন শীর্ষ নেতার সঙ্গে বৈঠকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়। বলা হয়, সিরিয়ায় তাদের প্রতিষ্ঠিত করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য। বৈঠক শেষে হেগ জানান, বিরোধীদের সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করার বিষয়টি পার্লামেন্টের আগামী অধিবেশনেই তোলা হবে। সূত্র : বিবিসি।
No comments