শুনানিতে পেট্রায়াস-বেনগাজি-সংক্রান্ত তথ্য ফাঁস হয়নি
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান ডেভিড পেট্রায়াস বলেছেন, বেনগাজি ইস্যু নিয়ে পলা ব্রডওয়েলের কাছে কোনো গোপন তথ্য ফাঁস করেননি তিনি। গতকাল শুক্রবার কংগ্রেশনাল কমিটির শুনানিতে তিনি এ কথা বলেন। এদিকে পেট্রায়াস-পলার প্রণয় নিয়ে সিআইএ অভ্যন্তরীণ তদন্ত করবে বলে জানিয়েছে।
জীবনীকার পলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে গত সপ্তাহে সিআইএ প্রধানের পদ ছাড়নে পেট্রায়াস।
রুদ্ধদ্বার শুনানিতে পেট্রায়াস প্রেমিকা পলার কাছে গোপন নথিপত্র দেওয়ার কথা অস্বীকার করেন। তবে পলার ব্যক্তিগত কম্পিউটার ও বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গোপন নথি পেয়েছে এফবিআই। এসব গোপন জিনিস কিভাবে পলার কাছে গেল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
বিরোধী রিপাবলিকানদের দাবি, বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনার জেরেই পেট্রায়াস পদত্যাগ করেছেন। ওই হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হয়। তবে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পেট্রায়াস জানান, পলার সঙ্গে সম্পর্কের জের ধরেই তিনি পদত্যাগ করেছেন। গোয়েন্দা তথ্য এবং লিবিয়ায় অবস্থানরতদের নিরাপত্তা জোরদার করার অনুরোধ সত্ত্বেও বেনগাজির মার্কিন কনস্যুলেটে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ সম্পর্কে তথ্য কংগ্রেশনাল কমিটিকে দিতে সম্মত হয়েছেন পেট্রায়াস।
এদিকে বেনগাজির ঘটনা নিয়ে আগামী মাসে কংগ্রেশনাল কমিটির শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উপস্থিত হবেন। গত অক্টোবরে হিলারি বলেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বেনগাজির ঘটনার সব দায়ভার স্বীকার করে নিচ্ছেন। সূত্র : গার্ডিয়ান, এএফপি।
রুদ্ধদ্বার শুনানিতে পেট্রায়াস প্রেমিকা পলার কাছে গোপন নথিপত্র দেওয়ার কথা অস্বীকার করেন। তবে পলার ব্যক্তিগত কম্পিউটার ও বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গোপন নথি পেয়েছে এফবিআই। এসব গোপন জিনিস কিভাবে পলার কাছে গেল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
বিরোধী রিপাবলিকানদের দাবি, বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনার জেরেই পেট্রায়াস পদত্যাগ করেছেন। ওই হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হয়। তবে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পেট্রায়াস জানান, পলার সঙ্গে সম্পর্কের জের ধরেই তিনি পদত্যাগ করেছেন। গোয়েন্দা তথ্য এবং লিবিয়ায় অবস্থানরতদের নিরাপত্তা জোরদার করার অনুরোধ সত্ত্বেও বেনগাজির মার্কিন কনস্যুলেটে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ সম্পর্কে তথ্য কংগ্রেশনাল কমিটিকে দিতে সম্মত হয়েছেন পেট্রায়াস।
এদিকে বেনগাজির ঘটনা নিয়ে আগামী মাসে কংগ্রেশনাল কমিটির শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উপস্থিত হবেন। গত অক্টোবরে হিলারি বলেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বেনগাজির ঘটনার সব দায়ভার স্বীকার করে নিচ্ছেন। সূত্র : গার্ডিয়ান, এএফপি।
No comments