নিজেকে ‘অংশত’ ভারতীয় মনে করেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নিজেকে ‘অংশত’ ভারতীয় নাগরিক বলে মনে করেন। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ভারত ও সে দেশের জনগণের সঙ্গে ‘বন্ধুত্বের’ কথা বর্ণনা করতে গিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।


ছয় দিনব্যাপী ভারত সফরে গতকাল সু চি নয়াদিল্লির লেডি শ্রীরাম কলেজে ছাত্র-শিক্ষকদের এক সমাবেশে বক্তৃতা দেন। তিনি বলেন, ‘আমি নিজেকে অংশত ভারতীয়, একজন ভালোবাসা ও সম্মানপ্রাপ্ত নাগরিক বলে মনে করি।’ তিনি ভারতীয়দের কাছ থেকে ‘অনেক দূরে’ রয়েছেন বলেও মনে করেন না।
নোবেল বিজয়ী এই নেত্রী বলেন, ‘আমি সব সময়ই জানতাম, এই হলে (সম্মেলনকেন্দ্র) আবার ফিরব। এই প্রতিষ্ঠানেই আমি শিখেছি গান্ধীর প্রিয় গান “রঘুপতি রাঘব রাজা রাম”।’ তাঁর এমন বক্তব্যে উপস্থিত শ্রোতারা উচ্চ স্বরে হর্ষধ্বনি দিয়ে ওঠে। সু চি শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে গত শতকের ষাটের দশকের শুরুতে রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি নেন।
সু চি বলেন, ‘এলএসআরে (লেডি শ্রীরাম) ফিরে আসা কেবল জন্মভূমিতেই ফিরে আসার মতো নয়, বরং এটি এমন একটি স্থানে ফিরে আসা, যেখানে আমার আকাঙ্ক্ষা অপূর্ণ থাকেনি।’ এএফপি ও দ্য হিন্দু।

No comments

Powered by Blogger.