‘সিডর’ সঞ্চরণে মৃত মানুষের অভিনয়
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের জলবায়ু দুর্ভোগের চিত্র তুলে ধরার লক্ষ্যে গতকাল বুধবার বেলা ১১টায় খুলনার শহীদ হাদিস পার্কে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষয়ক্ষতির প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। হিউম্যানিটিওয়াচ ও অপর সাতটি উন্নয়ন সংগঠন আয়োজিত এ সমাবেশে তরুণেরা মাটিতে শুয়ে মৃত মানুষের অভিনয় করে সিডরের দুর্ভোগ তুলে ধরেন।
আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর কাতারের দোহায় জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ঘূর্ণিঝড়ের দুর্ভোগ প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশে জলবায়ুর সমস্যা ও ন্যায্যতার দাবি তুলে ধরার লক্ষ্যে এই ‘সঞ্চরণ-প্রতিবাদ’-এর আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘উন্নত বিশ্বকে অবশ্যই কার্বন নিঃসরণ কমাতে হবে। আর এই দুর্ভোগের ক্ষতিপূরণ দিতে হবে।’
No comments