সার্বদের বিরুদ্ধে নাশকতা-ক্রোয়েশীয় দুই জেনারেল খালাস
নব্বইয়ের দশকে সার্বদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে অভিযুক্ত দুই ক্রোয়েশীয় জেনারেলকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন হেগের এক যুদ্ধাপরাধ আদালত। সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের আপিল শাখার বিচারকরা গতকাল শুক্রবার এই রায় দেন।
ক্রোয়েশীয় জেনারেল আন্তে গোতোভিনা ও ম্লাদেন মারকাচকে গত বছর হত্যা, নির্যাতন এবং লুটপাটের দায়ে অভিযুক্ত করা হয়। সার্বদের বিতাড়িত করার ব্যাপারে ক্রোয়েশীয় প্রেসিডেন্ট ফ্রান্জো তুজম্যানের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁরা কাজ করেছিলেন বলে পরে রুল জারি করেন বিচারকরা। ক্রোয়েশিয়ার কেনিনসহ আরো তিনটি শহরে গোলা নিক্ষেপেরও অভিযোগ রয়েছে তাঁদের ওপর। ক্রোয়েশিয়ার ক্রাজিনা অঞ্চল পুনরুদ্ধারের জন্য সার্বদের হত্যার দায়ে ২০১১ সালে গোতোভিনার ২৪ বছর ও মারকাচের ১৮ বছরের কারাদণ্ড হয়।
ক্রাজিনা অঞ্চলটি ১৯৯১ সাল পর্যন্ত সার্বদের দখলে ছিল। ১৯৯৫ সালে ক্রোয়েশীয় বাহিনী পরিচালিত 'অপারেশন স্টর্ম'-এ প্রায় দুই লাখ সার্ব উচ্ছেদ হন এবং কমপক্ষে ১৫০ জন নিহত হন। সূত্র : বিবিসি।
ক্রাজিনা অঞ্চলটি ১৯৯১ সাল পর্যন্ত সার্বদের দখলে ছিল। ১৯৯৫ সালে ক্রোয়েশীয় বাহিনী পরিচালিত 'অপারেশন স্টর্ম'-এ প্রায় দুই লাখ সার্ব উচ্ছেদ হন এবং কমপক্ষে ১৫০ জন নিহত হন। সূত্র : বিবিসি।
No comments