নৌমন্ত্রীর আচরণে সবাই হতবাক (ভিডিও)
ঘটনা আরটিভির স্টুডিওতে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছিল। সেখানে বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়ার উদ্দেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাষা শালীনতা অতিক্রম করার একপর্যায়ে আরটিভি সম্প্রচার বন্ধ করে দেয়। অনুষ্ঠানের সঞ্চালক, অতিথি আলোচক সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে দেখছিলেন শ্বাসরুদ্ধকর সেই দৃশ্য।
গতকাল সোমবার রাতে আরটিভির টক শোতে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, টক শো ‘আওয়ার ডেমোক্রেসি’র সোমবারের আয়োজনের বিষয় ছিল ‘ঈদ-পূজোয় নিরাপদে ঘরে ফেরা’। অনুষ্ঠিত হয় তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত আরটিভির নতুন স্টুডিওতে। এতে অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম, আওয়ামী লীগের আরেক সাংসদ গোলাম মওলা রনি, বিএনপির সাংসদ রাশেদা বেগম হীরা, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন, জাতীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, র্যাবের পরিচালক কমান্ডার এম সোহায়েল, পরিবেশ আন্দোলনের নেতা ইকবাল হাবিব, সাংবাদিক মনির হায়দার ও জাকারিয়া কাজল এবং প্রবাসী সাংবাদিক নিশাদ দস্তগীর।
খোঁজ নিয়ে জানা গেছে, টক শো ‘আওয়ার ডেমোক্রেসি’র সোমবারের আয়োজনের বিষয় ছিল ‘ঈদ-পূজোয় নিরাপদে ঘরে ফেরা’। অনুষ্ঠিত হয় তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত আরটিভির নতুন স্টুডিওতে। এতে অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম, আওয়ামী লীগের আরেক সাংসদ গোলাম মওলা রনি, বিএনপির সাংসদ রাশেদা বেগম হীরা, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন, জাতীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, র্যাবের পরিচালক কমান্ডার এম সোহায়েল, পরিবেশ আন্দোলনের নেতা ইকবাল হাবিব, সাংবাদিক মনির হায়দার ও জাকারিয়া কাজল এবং প্রবাসী সাংবাদিক নিশাদ দস্তগীর।
Dear all, Welcome to Online bangla media. OBM is a platform where you can find web links for Bangladeshi Media, useful links for Education, Scholarship, Jobs, Entertainment, Sports and almost everything. Please visit: www.onlinebanglamedia.com
ReplyDeletePlease do like our Face book page, link is below:) www.facebook.com/OnlineBanglaMedia
Thanks