বার্সেলোনা জিতল মাত্র এক গোলে
সুসংবাদ-দুঃসংবাদ দুটোই আছে বার্সেলোনা সমর্থকদের জন্য। সুসংবাদটা হচ্ছে অ্যাথলেতিক বিলবাওয়ের সঙ্গে ২-২ ড্র করে পয়েন্ট হারানোর পর আবার জয়ের ধারায় ফিরেছে পেপ গার্দিওলার দল। আর বড়সড় না হলেও ছোটখাটো দুঃসংবাদটা হচ্ছে কোপা দেল রে'তে হসপিতালেতের বিপক্ষে পাওয়া সেই জয়টা মাত্র ১-০ ব্যবধানের! জয় তো জয়ই। সেটা আবার দুঃসংবাদ হয় কী করে? তৃতীয় বিভাগের একটা দলের বিপক্ষে ইউরোপের চ্যাম্পিয়নদের এমন ফল_খুব ভালো নিশ্চয়ই বলা যায় না! যদিও বার্সার হয়ে মাঠে নামেননি মেসি-পেদ্রো আর ভালদেসদের মতো প্রথম একাদশের তারকারা।
আসলে এ ম্যাচটা হওয়ার কথা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে। কিন্তু তখন বার্সেলোনার ব্যস্ত সূচি থাকবে ক্লাব বিশ্বকাপে। পেপ গার্দিওলার দল তাই আগে থেকেই অনুমতি নিয়ে রেখেছিল নিজেদের ম্যাচটা এ সময়ে খেলার। তার পরেও বার্সেলোনা কোচ তাঁর পুরো শক্তির দল নামাতে পারেননি কারণ আন্তর্জাতিক ম্যাচের জন্য ক্লাব ফুটবল থেকে এখন বিরতিতে ইউরোপের প্রায় সব ফুটবলার। পরশু রাতে গার্দিওলার দলেও তাই লিওনেল মেসি-পেদ্রো আর ভিক্টর ভালদেসরা ছিলেন না। কিছুটা ঝুঁকি নিয়েই নামানো হয়েছিল আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, সেস্ক ফ্যাব্রেগাস আর কার্লেস পুয়োলদের এবং তৃতীয় বিভাগের দল হসপিতালেতের বিপক্ষে জয়ের জন্য তাঁরাই যথেষ্ট ছিলেন। বার্সার পাসিং আর বল পজেশনের সঙ্গে তাল মেলাতে না পেরে শুরুতেই খেই হারিয়ে ফেলেছে হসপিতালেত। যদিও গোলের জন্য পেপ গার্দিওলার দলকে অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। ডি-বঙ্রে একটু বাইরে থেকে অসাধারণ এক শটে লিড এনে দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা।
বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় আতঙ্ক ছড়ানোটা বার্সেলোনা বিরতির পরেও অব্যাহত রেখেছে। কিন্তু হসপিতালেতের গোলরক্ষক হোসে মরগানের দৃঢ়তায় দ্বিতীয় গোলটি পাওয়া হয়নি তাদের। বড় জয় না পাওয়ায় কিছুটা হতাশ বার্সেলোনা তারকা সেস্ক ফ্যাব্রেগাস তবে একই সঙ্গে প্রতিপক্ষের রক্ষণভাগের প্রশংসা করতেও ভোলেননি তিনি, 'তারা আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছিল। আমরা চেয়েছিলাম ম্যাচটা বড় ব্যবধানে জিততে কিন্তু তাদের রক্ষণভাগ কোনো সুযোগই দিচ্ছিল না।'
আগামী ২১ ডিসেম্বর ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচটা খেলবে বার্সেলোনা। তার আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাকি দলগুলো খেলবে নিজেদের প্রথম লেগের ম্যাচগুলো। এএফপি
বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় আতঙ্ক ছড়ানোটা বার্সেলোনা বিরতির পরেও অব্যাহত রেখেছে। কিন্তু হসপিতালেতের গোলরক্ষক হোসে মরগানের দৃঢ়তায় দ্বিতীয় গোলটি পাওয়া হয়নি তাদের। বড় জয় না পাওয়ায় কিছুটা হতাশ বার্সেলোনা তারকা সেস্ক ফ্যাব্রেগাস তবে একই সঙ্গে প্রতিপক্ষের রক্ষণভাগের প্রশংসা করতেও ভোলেননি তিনি, 'তারা আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছিল। আমরা চেয়েছিলাম ম্যাচটা বড় ব্যবধানে জিততে কিন্তু তাদের রক্ষণভাগ কোনো সুযোগই দিচ্ছিল না।'
আগামী ২১ ডিসেম্বর ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচটা খেলবে বার্সেলোনা। তার আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাকি দলগুলো খেলবে নিজেদের প্রথম লেগের ম্যাচগুলো। এএফপি
No comments