গণমাধ্যম টেন্ডুলকারের ওপর চাপটা বাড়াচ্ছে!

'মাঠে নেমে ৫০ রান করলেও লোকে বলে, আজ বেশি রান করতে পারল না।' বক্তার নাম, মহেন্দ্র সিং ধোনী। ভারতীয় দলের অধিনায়কের কথাতেই স্পষ্ট হয়ে যায় শচীন টেন্ডুলকারকে নিয়ে প্রত্যাশার বহরটা। সেঞ্চুরির সেঞ্চুরি কেন হচ্ছে না, কবে হবে, কোথায় হবে_গণমাধ্যমের এমন প্রশ্নবাণের মাধ্যমে উল্টো টেন্ডুলকারেরই মনের ওপর চাপ বাড়ছে। ফিরোজশাহ কোটলায়, দিলি্ল টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে তাই খানিকটা রয়েসয়ে প্রশ্ন করারই অনুরোধ ধোনির।


প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও চার দিনের কম সময়ে ৫ উইকেটের জয়, ফলই বলে দিচ্ছে চাপ নেই ইংল্যান্ডে টেস্ট সিরিজে হেরে আসা দলের ওপর। বরং শততম সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা টেন্ডুলকারকে চাপে ফেলে দিচ্ছে গণমাধ্যম, এমনটাই অভিমত ধোনির, 'দল হিসেবে আমরা কোনোরকম চাপে নেই, গণমাধ্যমই তাঁর (টেন্ডুলকার) ওপর চাপটা বাড়িয়ে দিচ্ছে। তাঁকে কোনো এক সময়ে শততম সেঞ্চুরিটা করতে দিলেই হয়। রেকর্ড ভাঙার কাজটা তিনি ভালোই পারেন, এই রেকর্ডটাও তাঁরই হবে। তাঁকে চাপমুক্তভাবে শতরানটা করতে দিন।' ধোনি মনে করেন, টেন্ডুলকারের ওপর আসলে হিমালয়ের সমান প্রত্যাশার চাপ, 'তাঁর ওপর লোকের প্রত্যাশার চাপটা এভারেস্টের সমান। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বছর থেকেই তিনি ছিলেন তারকা। তিনি যখন মাঠ নেমে ৫০ রান করেন, লোকে বলে আজ রানটা কম হয়ে গেল এবং এটা এক দিনের ব্যাপার নয়, প্রতিটা দিনই তাঁর জন্য এমন।'
সবশেষ দুই টেস্টে ৯১ ও ৭৬ রানের দুটো ইনিংস আছে টেন্ডুলকারের, শততম সেঞ্চুরিটা যেন ধরা দিয়েও ধরা দিচ্ছে না মাস্টার ব্লাস্টারের কাছে। ধোনি অবশ্য মনে করছেন 'হয়ে যাবে', 'কোন একটা মাইলফলকে পেঁৗছাতে তাঁর হয়তো সাধারণ সময়ের চেয়ে খানিকটা বেশিই লাগছে, তবে মনে হচ্ছে এটা সামনেই কোথাও অপেক্ষা করে আছে তাঁর জন্য। আমাদের খানিকটা ধৈর্যধারণ করতে হবে।' উইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামিও চান টেন্ডুলকারের শততম সেঞ্চুরি, তবে প্রতিপক্ষ হোক ওয়েস্ট ইন্ডিজের বদলে অস্ট্রেলিয়া, 'আমি চাইব তাঁর শততম সেঞ্চুরিটা হোক অস্ট্রেলিয়ার বিপক্ষে।' সামির চাওয়াটা পূরণ হলে কিন্তু কলকাতা আর মুম্বাইয়ের দর্শকদের হতাশায় পুড়তে হবে! এরই মধ্যে অবশ্য ঘোষণা করা হয়েছে কলকাতা টেস্টের ভারতীয় দল। একই আছে স্কোয়াড, অর্থাৎ আবারও দর্শকের আসনে হরভজন সিং। অভিষেকেই নজর কেড়ে ম্যাচসেরার পুরস্কার জেতা রবিচন্দ্রন অশ্বিন বিয়ের পিঁড়িতে বসার পরদিনই টেস্ট খেলতে নেমে যাবেন ইডেন গার্ডেনসে! পাত্রী তাঁর স্কুল জীবনের প্রেমিকা ও বাগদত্তা প্রীতি নারায়াণন। এএফপি, ওয়েবসাইট

No comments

Powered by Blogger.