ইইউ অর্থনৈতিক প্রধানের আশঙ্কা-আবারও মন্দার মুখে পড়তে পারে ইউরোপ
আগামী বছর আরেকটি অর্থনৈতিক মন্দার মুখোমুখি হতে পারে ইউরোপ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অর্থনৈতিক প্রধান ওলি রেন গতকাল এ আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সরকারি ঋণ, ভঙ্গুর ব্যাংক ব্যবস্থাপনা আর অপচয়ের দুষ্ট চক্রে এবার মন্দার মুখোমুখি হতে যাচ্ছে মহাদেশটি।ইউরো জোনের আগামী দুই বছরের অর্থনৈতিক ভবিষ্যদ্বাণী প্রকাশকালে রেন বলেন, 'ইউরোপে প্রবৃদ্ধি স্থির। সম্ভবত আগামী ২০১২ সাল পর্যন্ত জিডিপির তেমন প্রবৃদ্ধি হবে না।' ঋণে ভারাক্রান্ত ইউরো জোনে আগামী বছর পূর্বনির্ধারিত ১.৮ প্রবৃদ্ধি .৫ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা করেছেন ইইউ অর্থনৈতিক প্রধান। তবে মন্দা ঠেকানোর উপায় আছে বলেও মন্তব্য করেছেন তিনি।
রেন বলেন, এ জন্য আগামী ছয় মাস ইউরোপকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকতে হবে। ইতালিসহ এ অঞ্চলের দেশগুলোকে অপ্রয়োজনীয় সংস্কার থেকে বিরত থাকতে হবে। তাঁর মতে, 'সামষ্টিক অর্থনীতির দুর্বলতা, সরকারি অর্থের অপচয় এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের ভঙ্গুরতা একে অপরকে প্রভাবিত করছে। তৈরি করেছে একটি দুষ্ট চক্র।'
ইউরো জোনের অর্থনৈতিক ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, সার্বভৌম ঋণভীতির কারণে বিশ্ববাণিজ্য ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ কারণে আগামী বছর ইউরো জোনে সব ক্ষেত্রে নতুন চাকরি সৃষ্টির সুযোগ কমে যাবে। উদ্ভূত এ পরিস্থিতি আবারও ইউরোপকে মন্দায় ফেলতে পারে।
গ্রিসের পর এখন ঋণসংকটে পড়েছে ইতালি। প্রকাশিত ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, ইতালির অর্থনীতি কার্যত প্রবৃদ্ধিহীন। দেশটির সত্যিকারের প্রবৃদ্ধি মাত্র .১ শতাংশ। সংকটে পড়েছে ইউরো মুদ্রার বাইরে থাকা শক্তিশালী ব্রিটেনও। ইউরো জোনের অর্থনৈতিক ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, দেশটির পক্ষে পূর্ব ঘোষিত ২.১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব না-ও হতে পারে। আগামী বছর লক্ষ্যমাত্রার .৬ শতাংশ কমে যেতে পারে। এএফপি ও বিবিসি।
ইউরো জোনের অর্থনৈতিক ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, সার্বভৌম ঋণভীতির কারণে বিশ্ববাণিজ্য ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ কারণে আগামী বছর ইউরো জোনে সব ক্ষেত্রে নতুন চাকরি সৃষ্টির সুযোগ কমে যাবে। উদ্ভূত এ পরিস্থিতি আবারও ইউরোপকে মন্দায় ফেলতে পারে।
গ্রিসের পর এখন ঋণসংকটে পড়েছে ইতালি। প্রকাশিত ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, ইতালির অর্থনীতি কার্যত প্রবৃদ্ধিহীন। দেশটির সত্যিকারের প্রবৃদ্ধি মাত্র .১ শতাংশ। সংকটে পড়েছে ইউরো মুদ্রার বাইরে থাকা শক্তিশালী ব্রিটেনও। ইউরো জোনের অর্থনৈতিক ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, দেশটির পক্ষে পূর্ব ঘোষিত ২.১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব না-ও হতে পারে। আগামী বছর লক্ষ্যমাত্রার .৬ শতাংশ কমে যেতে পারে। এএফপি ও বিবিসি।
No comments