খেলছেন না মুশফিক-সাকিবরা
জাতীয় লিগ হবে কিন্তু তাতে জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন না! বহু দিন ধরে এ অনিয়মই নিয়ম বাংলাদেশে! এবার দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রতিযোগিতার ত্রয়োদশ আসরও তাঁদের একদম পাচ্ছেই না বলা চলে। তবুও ঠাসা আন্তর্জাতিক সূচির ফাঁকে চলতি আসরের চতুর্থ রাউন্ডে এঁদের খেলার সুযোগ আছে। সেটি ১৮ নভেম্বর পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরুর আগে (১৪-১৭ নভেম্বর)। কিন্তু এ রাউন্ডেও জাতীয় দলের সবাইকে পাওয়া যাচ্ছে না। যেমন খেলছেন না অধিনায়ক মুশফিকুর রহিম, অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার রুবেল হোসেন।
তাঁদের অনুপস্থিতির এ কারণই জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু, 'ক্রিকেট অপারেশনস কমিটি থেকে আমাদের জানানো হয়েছে যে মুশফিক, সাকিব আর রুবেল চতুর্থ রাউন্ডে খেলবে না। ওদের নাকি ফিটনেস সমস্যা আছে।' ঢাকার বাইরে থাকা লিপু অবশ্য এটাও বলতে ভোলেননি যে, 'যদিও আমি ঠিক নিশ্চিত নই যে ওরা অসুস্থ নাকি অন্য কোনো সমস্যা আছে।' এদিকে আবার জাতীয় দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক মাসুম দিচ্ছেন ভিন্ন তথ্য। তাঁর ভাষ্য, ওই তিনজনের কোনো ইনজুরি সমস্যা নেই। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ঝরঝরে রাখতেই মুশফিকদের বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ম্যানেজার। এ বিশ্রামটা অবশ্য ব্যস্ততার মধ্য দিয়েই কেটে যাবে সাকিবের। কেননা ওই সময়ে ভারতে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডারের। সে জন্য ইতিমধ্যে তাঁর ছুটিও মঞ্জুর করেছে বিসিবি। সাকিবের মতো বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে ভারতে যাওয়ার কথা ছিল ওপেনার তামিম ইকবালেরও। তবে শুটিং বাতিল হয়েছে বলেই চতুর্থ রাউন্ডে অনপুস্থিত জাতীয় দলের ক্রিকেটারের সংখ্যা চার নয়! তামিম তাই ১৪ নভেম্বর থেকে চট্টগ্রামের হয়ে ঢাকার বিপক্ষে মাঠে নামছেন। খেলাটা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মুশফিক-সাকিব খেললে একই দিন থেকে যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ও খুলনার লড়াইটা আরো জমজমাট হতো নিঃসন্দেহে। অন্য দুই ম্যাচে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে স্বাগতিকরা এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে বরিশাল-রংপুর।
No comments