কাকার কাছে মেসির আগে রোনালদো
জিনেদিন জিদানের বিপক্ষে খেললেও সঙ্গে খেলা হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলছেন আবার রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাটেডে ছিলেন তখন তাঁর বিপক্ষে খেলার অভিজ্ঞতাও আছে। এ দুই মহাতারকা এবং তাঁদের সমসাময়িক আরো যাঁরা আছেন তাঁদের সঙ্গে এবং বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে রিকার্দো কাকা বলছেন তিনি যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের মধ্যে রোনালদোই সেরা।তাহলে একটি প্রশ্ন কিন্তু এসেই যায়। এই বিশ্বে যে আরো একজন ফুটবলার তাঁর ফুটবলীয় ক্ষমতা দিয়ে সর্বকালের সেরা ফুটবলার হওয়ার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন_কাকার কি সেটা দৃষ্টি এড়িয়ে যাচ্ছে? মনে হয় না।
মেসিকেও যথেষ্ট সম্মান দেখিয়েছেন এ ব্রাজিলিয়ান! তাঁর কাছে মেসি হচ্ছেন 'অসাধারণ' একজন ফুটবলার। রোনালদোর মতো তিনিও বিশ্বসেরা। তবে এ মুহূর্তে বিশ্বের সেরা এই দুই ফুটবলারকে তুলনা করতে গিয়েই রিয়াল মাদ্রিদের এ অ্যাটাকিং মিডফিল্ডারের বিবেচনায় চলে এল প্রাসঙ্গিক আরো অনেক বিষয় এবং সেই সব বিষয় বিচার-বিশ্লেষণ করে তাঁর মনে হয়েছে, ক্লাব সতীর্থ রোনালদো একজন 'পরিপূর্ণ' ফুটবলার, মেসি ঠিক ততটা নন। আর সে কারণেই কাকার কাছে রোনালদো মেসির আগে, 'আমার কাছে মেসি হচ্ছে প্রতিকূল রাস্তার বাহনের মতো। তাদের দুজনের মধ্যে কে সেরা সেটা অনেকটাই নির্ভর করে সম্মিলিতভাবে দল কি করল না করল তার ওপর।' মেসি নন, কেন রোনালদো পরিপূর্ণ ফুটবলার এর ব্যাখ্যাটাও বেশ চমৎকারভাবে দিয়েছেন কাকা, 'রোনালদো হেডে এবং দুই পায়ে গোল করতে পারে। সেট পিসেও তার তুলনা হয় না। একজন পরিপূর্ণ ফুটবলারের পক্ষেই সেটা সম্ভব। তার যেসব দক্ষতা আছে সেগুলো নিয়ে মেসিও অসাধারণ। তবে আধুনিক ফুটবলে পরিপূর্ণ হতে হলে যা যা দরকার রোনালদোর তার সবই আছে।'
শুধু কাকার প্রশংসায়ই ভাসেননি, রিয়াল মাদ্রিদের আরেক সাবেক তারকা ইভান জামোরানোর মুখেও রোনালদো স্তুতি। চার বছর (১৯৯২-৯৬) রিয়ালে খেলা এ চিলিয়ান ক্লাবের ওয়েবসাইটে লিখেছেন, 'রোনালদো হচ্ছে সত্যিকারের ফেনোমেনোন। অনেকের চেয়ে সে এক ধাপ এগিয়ে। আর রিয়ালও তার উপস্থিতিতে লাভবান হচ্ছে।' গোল ডটকম
শুধু কাকার প্রশংসায়ই ভাসেননি, রিয়াল মাদ্রিদের আরেক সাবেক তারকা ইভান জামোরানোর মুখেও রোনালদো স্তুতি। চার বছর (১৯৯২-৯৬) রিয়ালে খেলা এ চিলিয়ান ক্লাবের ওয়েবসাইটে লিখেছেন, 'রোনালদো হচ্ছে সত্যিকারের ফেনোমেনোন। অনেকের চেয়ে সে এক ধাপ এগিয়ে। আর রিয়ালও তার উপস্থিতিতে লাভবান হচ্ছে।' গোল ডটকম
No comments