ক্যামব্রিজের সর্বোচ্চ সম্মাননা পেলেন কলকাতার মাহিমা

তৃতীয় ভারতীয় হিসেবে ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা স্টেভেনসন অ্যাওয়ার্ড পেয়েছেন কলকাতার মেয়ে মাহিমা খান্না। অর্থনীতিতে পিএইচডি গবেষণায় বিরল কৃতিত্বের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। সূত্র টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমস।১৯৫৬ সালে প্রথম ভারতীয় হিসেবে এ পুরস্কার জিতেছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এরপর ১৯৬৭ সালে স্যার পার্থ দাশগুপ্ত এ অ্যাওয়ার্ড পেয়েছিলেন।


উল্লেখ্য, মাহিমার মা-বাবা দু'জনই ডাক্তার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে লেখাপড়া করেন। এরপর কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ক্যামব্রিজে পোস্টগ্র্যাজুয়েট করতে যান মাহিমা। পিএইচডিতে পুরো ক্লাসের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। তার গবেষণাপত্রে বৈচিত্র্য থাকার কারণে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.