তুরস্কে ভূমিকম্পে নিহত ৭

তুরস্কের পূর্বাঞ্চলে তিন সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এতে দুটি হোটেল ও প্রায় ১৪টি ভবন ধসে পড়েছে। প্রাথমিকভাবে সাত জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে ও আহত হয়েছে ৫০ জনেরও বেশি মানুষ। তবে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভন শহর থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে।


দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অন্তত ১০০ লোক এখনও ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আর বিধ্বস্ত হোটেল দুটির মধ্যে একটিতে ৭০ জনেরও বেশি লোক ছিল। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের পরপরই লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। ভূমিকম্পের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমিত দাভুতোগলু ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। ভূমিকম্পের পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ৩০টি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের সরিয়ে নেয়া হচ্ছে। আর পাঁচটি বিমান দিয়ে উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পৌঁছে দেয়া হচ্ছে। গত ২৩ অক্টোবর দেশটির ভন শহরে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ লোক প্রাণ হারায়। গতকালের ভূমিকম্পের ফলে ভন শহরে তত বেশি ক্ষয়ক্ষতি না হলেও আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও দুর্বল হয়ে পড়েছে। ভূতাত্ত্বিক চ্যুতির ওপরে অবস্থান করায় প্রায়ই ভূকম্পন অনুভূত হয় তুরস্কে। তিন সপ্তাহ আগে একই এলকায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬০০ মানুষ মারা যায়। ১৯৯৯ সালে দুটি বড় ধরনের ভূমিকম্পে প্রায় ২০ হাজার লোকের মৃত্যু হয় দেশটিতে।

No comments

Powered by Blogger.