টেস্টের হারানো সিংহাসনটা ফিরে পেতে চান লক্ষ্মণ
সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। কিন্তু লক্ষ্মণ আছেন। তিনি রামায়ণের লক্ষ্মণ নন, টেস্ট ক্রিকেটের সাম্রাজ্য হারানো ভারতের 'ভেরি ভেরি স্পেশাল' লক্ষ্মণ! টেস্টে ভারতীয় সাম্রাজ্যের উত্থানের অন্যতম রূপকার ছিলেন যিনি। আবার পতনটাও হয়েছে তাঁর সামনেই। ইংল্যান্ডের বিপক্ষে ভরাডুবির সিরিজে তিনিও তো দলে ছিলেন! কিন্তু ঠেকাতে পারেননি। সেই আফসোসটা মনের মধ্যে আছে বলেই সামনের সিরিজগুলোতে ভালো খেলে আবার এক নম্বর আসনটা ফিরে পাওয়ার জেদটাও বেশি। ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুটো সিরিজ জিতে আবার সেই হারানো সাম্রাজ্যটা ফিরে পেতে চান ভারতীয় এ ব্যাটসম্যান।
দিন তিনেক আগে তাঁর জন্মদিন গেল। কিন্তু সাঁইত্রিশ পেরিয়ে আটত্রিশে পা দেওয়ার মধুর উপলক্ষটা খুব একটা জমকালোভাবে উদ্যাপন করেননি হায়দরাবাদের এ ব্যাটসম্যান। বরং সেদিনও তিনি ব্যস্ত ছিলেন অনুশীলনে। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাটিতে টেস্ট সিরিজ। ইংল্যান্ডের মাটিতে লজ্জাজনকভাবে সিরিজ হেরে আসার পর পুরো দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন লক্ষ্মণ। যদিও দেশের মাটিতে সম্প্রতি ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত, কিন্তু সেটা ওয়ানডেতে। টেস্ট ক্রিকেটে যে তারা এখনো আগের মতোই শক্তিশালী আর অন্যতম সেরা সেটা প্রমাণের জন্য এই সিরিজটাকেই বেছে নিচ্ছেন ভিভিএস লক্ষ্মণ, 'আমরা চাই ঘুরে দাঁড়াতে। বিশেষ করে ইংল্যান্ডের কাছে টেস্টে হারের স্মৃতিটা মুছে ফেলাই হবে আসল উদ্দেশ্য।'
এখনকার ওয়েস্ট ইন্ডিজও সেই আগের ওয়েস্ট ইন্ডিজের মতো নেই। তাদের বিপক্ষে জিতলেও ভারতকে আবার সেরা বলে দিতে আপত্তি থাকতে পারে অনেকের। র্যাংকিংয়েও এক নম্বর আসনটা পাওয়া যাবে না। সেটা করতে হলে ডিসেম্বরের শেষে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও দারুণ কিছু করে দেখাতে হবে। যদিও বিদেশের মাটিতে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয় কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েই আবার টেস্ট ক্রিকেটের হারানো সাম্রাজ্যটা ফিরে পাওয়ার স্বপ্ন দেখেছেন লক্ষ্মণ, 'আমি সব সময়ই অস্ট্রেলিয়ায় খেলতে পছন্দ করি। ওদের বিপক্ষে আমার রেকর্ডও ভালো। আশা করছি আমরা সবাই আমাদের সেরাটা দিতে পারব এবং টেস্ট ক্রিকেটের সিংহাসনটা আবার আমাদের হবে। কারণ গত কয়েক বছরে অনেক পরিশ্রম করে আমরা শীর্ষাসনটা পেয়েছিলাম।'
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলা ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়েও খুব আশাবাদী বলে জানিয়েছেন লক্ষ্মণ, 'আজিংকা রাহানে, বরুণ অ্যারন আর উমেশ যাদবের মতো প্রতিভাবান ক্রিকেটাররা দলে এসেছে। এটা আমাদের সবার জন্য একটা আনন্দের ব্যাপার। আশা করছি বড়দের অনুপস্থিতিতে তারা নিজেদের সামর্থ্য দেখিয়ে যাবে।' টিএনএন
এখনকার ওয়েস্ট ইন্ডিজও সেই আগের ওয়েস্ট ইন্ডিজের মতো নেই। তাদের বিপক্ষে জিতলেও ভারতকে আবার সেরা বলে দিতে আপত্তি থাকতে পারে অনেকের। র্যাংকিংয়েও এক নম্বর আসনটা পাওয়া যাবে না। সেটা করতে হলে ডিসেম্বরের শেষে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও দারুণ কিছু করে দেখাতে হবে। যদিও বিদেশের মাটিতে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয় কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েই আবার টেস্ট ক্রিকেটের হারানো সাম্রাজ্যটা ফিরে পাওয়ার স্বপ্ন দেখেছেন লক্ষ্মণ, 'আমি সব সময়ই অস্ট্রেলিয়ায় খেলতে পছন্দ করি। ওদের বিপক্ষে আমার রেকর্ডও ভালো। আশা করছি আমরা সবাই আমাদের সেরাটা দিতে পারব এবং টেস্ট ক্রিকেটের সিংহাসনটা আবার আমাদের হবে। কারণ গত কয়েক বছরে অনেক পরিশ্রম করে আমরা শীর্ষাসনটা পেয়েছিলাম।'
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলা ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়েও খুব আশাবাদী বলে জানিয়েছেন লক্ষ্মণ, 'আজিংকা রাহানে, বরুণ অ্যারন আর উমেশ যাদবের মতো প্রতিভাবান ক্রিকেটাররা দলে এসেছে। এটা আমাদের সবার জন্য একটা আনন্দের ব্যাপার। আশা করছি বড়দের অনুপস্থিতিতে তারা নিজেদের সামর্থ্য দেখিয়ে যাবে।' টিএনএন
No comments